বিনোদন ডেস্ক : ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, মুক্তি পেয়েছে গত শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে চমক সৃষ্টি করেছে। মাত্র ৫ দিনের মধ্যে সিনেমাটি ১৫০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘ছাভা’ পঞ্চম দিনে ২৪.৫০ কোটি টাকা আয় করেছে, যার ফলে মোট আয় এখন দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকা। প্রথম দিন ৩১ কোটি আয় করে সিনেমাটি বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিনে ৩৭ কোটি, তৃতীয় দিনে ৪৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ২৪ কোটি টাকা আয় হয়েছে। পঞ্চম দিনেও আয় হয়েছে ২৪.৫০ কোটি টাকা।
ভারতে ৫ দিনে ‘ছাভা’র মোট আয় ১৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। বিশ্বব্যাপী এই সিনেমার আয় ইতোমধ্যে ২০০ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।
‘ছাভা’ সিনেমায় ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন এবং অক্ষয় খান্না মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে রয়েছেন। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।
ভিকি কৌশল এই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন। চরিত্রের জন্য তিনি ১০০ কেজি ওজন বাড়ান, লাঠি খেলা শিখেছেন এবং ঘোড়া চালনাও শিখেছেন। এ ছাড়াও কানে ফুটো পর্যন্ত করিয়েছেন তিনি। দর্শক ও সমালোচকরা সিনেমাটির অভিনয়ের জন্য প্রশংসা করছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel