বিনোদন ডেস্ক : বাঙালি চলচ্চিত্র নির্মাতা সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পরপরই একের এক জাদু দেখিয়ে চলেছে। বক্স অফিসে ১৫তম দিন শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৭৮ কোটি রুপি। ২০০ কোটির ক্লাবে অনায়াসেই প্রবেশ করতে যাচ্ছে দ্য কেরালা স্টোরি।
সিনেমাটি প্রেক্ষাগৃহে তৃতীয় শুক্রবার ৬.৬০ কোটি রুপি সংগ্রহ করেছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শনিবার টুইটারে সিনেমাটির আয় তুলে ধরে লিখেছেন, “দ্য কেরালা স্টোরি ১৭৮ কোটি ছাড়িয়েছে, অবিচলভাবে ২০০ কোটির দিকে যাচ্ছে। শনিবার এবং রবিবার ঊর্ধ্বমুখী হবে সিনেমাটির আয়।”
বক্স অফিসে এই মুহূর্তে বড় কোনো তারকার চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় কেলা স্টোরি তার সাফল্য ধরে রেখেছে। গত সপ্তাহে বিদ্যুৎ জামাল অভিনীত ‘আইবি ৭১’ মুক্তি পেলেও বক্স অফিসে সুবিধা করতে পারেনি।
মুক্তির আট দিনে সিনেমাটি মাত্র ১১.৭৩ কোটি রুপি আয় করেছে। তবে কেরালা স্টোরির টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা প্রত্যাশা করছেন তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটি ২০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে এবং আগামী সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
এদিকে পশ্চিমবঙ্গেও সিনেমাটির মুক্তির পথে বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিমকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞার পরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে চলতে যাচ্ছে আদালতের রায়ে। পশ্চিমবঙ্গ থেকেও বড় ধরনের আয়ের প্রত্যাশা করছেন নির্মাতারা।
কেরালার ভিন্ন ধর্মাবলম্বী, মূলত হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগদান করানোর ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনি লেখা হয়েছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি পশ্চিমবাংলায় প্রদর্শনের অনুমতি পেলেও বাধা চলছে তামিলনাড়ু আর কেরালাতে। তবু সিনেমাটির বক্স অফিস আয় বেড়েই চলেছে।
নিষিদ্ধ করার আহ্বান সিনেমাটির প্রচার আরো বাড়িয়ে দিয়েছে বলেই মতামত ব্যক্ত করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। দ্য কেরালা স্টোরিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানিসহ একঝাঁক তারকা। পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন।
সূত্র : স্যাকনিল্ক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।