বিনোদন ডেস্ক : ভৌতিক চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নাম ‘কনজ্যুরিং’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র ‘দ্য নান ২’ বেশ সাড়া ফেলেছে বিশ্বজুড়ে হরর সিনেমাপ্রেমীদের মাঝে। ৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি উত্তর আমেরিকার থিয়েটারে প্রথম সপ্তাহান্তে আনুমানিক ৩২.৬ মিলিয়ন ডলার আয় করেছে। ওয়ার্নার ব্রাদার্সের ২০১৮ সালের হিট চলচ্চিত্র ‘দ্য নান’-এর সিক্যুয়েলটি ৩৭২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রবিবার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাইকেল গ্রেভস পরিচালিত সিক্যুয়েলটিতে অভিনয় করেছেন টাইসা ফার্মিগা ও স্টর্ম রিড। প্রথম চলচ্চিত্রটি উত্তর আমেরিকার বক্স অফিসে ৫৩.০৮ মিলিয়ন আয় করেছিল। তবে সিক্যুয়েলটি ৩২.৬ মিলিয়ন আয় দিয়ে যাত্রা শুরু করে, যা এই মুহূর্তে বেশ ভালো শুরু হিসেবেই দেখছেন বাণিজ্য বিশ্লেষকরা।
‘দ্য নান’ চলচ্চিত্রগুলো কনজ্যুরিং ইউনিভার্সের অংশ, যে ইউনিভার্সের এখন ৯টি চলচ্চিত্র রয়েছে এবং বক্স অফিসে ২.১ বিলিয়ন আয় করেছে এই ফ্র্যাঞ্চাইজি।
এদিকে উত্তর আমেরিকার পাশাপাশি আন্তর্জাতিকভাবেও বেশ ভালো আয় করেছে সিক্যুয়েলটি। বিশ্বব্যাপী ৬৯টি বাজার থেকে প্রথম সপ্তাহান্তে ৫২.০৭ মিলিয়ন আয় করেছে এটি। যার মধ্যে মেক্সিকো সবচেয়ে শক্তিশালী বাজার হিসেবে চিহ্নিত হয়েছে সিনেমাটির জন্য। মেক্সিকো থেকে ৮.৯ মিলিয়ন আয় করেছে সিনেমাটি।
যার ফলে প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৮৬.৩ মিলিয়ন আয় করে নিয়েছে ‘দ্য নান ২’। মাইলে চেভসের পরিচালনায় এবং ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় ‘দ্য নান ২’-এ মূল ভূমিকায় অভিনয় করেছেন টাইসা ফার্মিগা ও স্টর্ম রিড। আরো অভিনয় করেছেন বনি এরনস, অ্যানা পপেলওয়েল, জোনাস ব্লোকেট প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।