থিয়েটারে ঝড় তোলার পর এবার ডিজিটাল পর্দায় আসছে আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’। সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’ মুক্তির অপেক্ষার মাঝেই দর্শকদের জন্য বড় সুখবর চলতি মাসেই ওটিটি-তে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। মুক্তির দেড় মাসের মধ্যেই রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর’। একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখেছেন দর্শকরা। শুধু সমালোচকদের প্রশংসাই নয়, বক্স অফিসেও ইতিহাস গড়ে এটি ভারতের সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রায় দুই মাসের সফল থিয়েটার রান শেষে ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করবে ‘ধুরন্ধর’। স্যাকনিল্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এটি হিন্দি ছবির ইতিহাসে অন্যতম লাভজনক ওটিটি চুক্তি।
এমকি, ‘ধুরন্ধর ওয়ান’ ও ‘ধুরন্ধর টু’ দুটির ওটিটি স্বত্ব একসঙ্গে প্রায় ১৩০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স। ডিজিটাল প্ল্যাটফর্মে এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ চুক্তি বলেও উল্লেখ করা হয়েছে। এই বিনিয়োগই প্রমাণ করে ছবিটির সাংস্কৃতিক প্রভাব এবং ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বৈশ্বিক আগ্রহ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর টু’। এই পর্বে দেখা যাবে রণবীর সিংয়ের চরিত্র জসকিরত সিং রাঙ্গি থেকে হামজা আলি মাজারি হয়ে ওঠার গল্প এবং লয়ারির নতুন ‘কিং’ হিসেবে তার উত্থান। এছাড়া ফ্ল্যাশব্যাকে তুলে ধরা হবে অক্ষয় খান্নার চরিত্র রেহমান ডাকাতের অতীত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত ও আর মাধবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


