বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলবে ‘লাইগার’। ছবি মুক্তি পাওয়ার আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বিজয় দেবারকোন্ডা। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব আর মিলল কোথায়! বৃহস্পতিবার হাতেগোনা কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই অ্যাকশন-থ্রিলার।
পেইড প্রিভিউয়ের মাধ্যমে ১.২৫ কোটি টাকার আয় করে ছবিটি। এ বার প্রশ্ন হল, পেইড প্রিভিউ কী? মুক্তির আগেই একটি ছবি কিছু প্রেক্ষাগৃহে দেখানো হয়। দর্শক চাইলে টিকিট কেটে সেই ছবি দেখে নিতে পারেন। অনেক সময় নির্ধারিত টিকিট মূল্যের চেয়ে কিছু বেশি টাকাও দিতে হতে পারে। হলিউডে পেইড প্রিভিউ খুবই সাধারণ বিষয়।
বলিউডের ‘লাইগার’ও এই পন্থা নিয়ে বক্স অফিসে নিজেদের ভাঁড়ার ভরিয়েছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ছবিটির আয় মাত্র ৩৩.১২ কোটি টাকা। হিন্দি সংস্করণের অবস্থা ভালো নয় ঠিকই। তবে তেলুগু ডাবিংয়ে বেশ ভালো ব্যবসা করছে ‘লাইগার’। দক্ষিণে বিজয়ের জনপ্রিয়তা তার অন্যতম কারণ হতে পারে।
মুক্তির দিনই বড়সড় ক্ষতির মুখে পড়ে ‘লাইগার’। অনলাইনে ফাঁস হয়ে যায় ধর্ম প্রোডাকশনসের এই ছবি। এটির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হয় দক্ষিণী তারকা বিজয়ের। কিন্তু শুরুতেই বিপত্তি! ‘বয়কট’ ঝড়ে বলিউড যখন বি’ধ্ব’স্ত, তখনই নানা টরেন্ট সাইটে ফাঁ’স হয়ে গিয়েছে ছবিটি।
তামিলরকার্জ, ফিল্মিজিলা, মুভিরুলজ নামে একাধিক সাইটে পাওয়া যাচ্ছে বহু প্রতীক্ষীত এই অ্যাকশন থ্রিলার। মনে করা হচ্ছে অনলাইনে ছবিটি ছড়িয়ে পড়ায় বক্স অফিসে ‘লাইগার’-এর ক্ষ’তিগ্র’স্ত হতে পারে। ‘লাইগার’ এ বিজয়-অনন্যার সঙ্গেই অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, রণিত রায় এবং মোকরণ্ড দেশপাণ্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।