ছেলের বিয়েতে যত টাকা দামের নেকলেস পরলেন নীতা আম্বানী

নীতা আম্বানী

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ছেলের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে একটি নেকলেস পরে আবারও আলোচনায় এসেছেন নীতা আম্বানি। নীতার গলায় যে নেকলেসটি ছিল সেটির মূল্য ৪০০ থেকে ৫০০ কোটি রুপির মাঝামাঝি।

নীতা আম্বানী

অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। কেন না নীতা আম্বানির স্বামী মুকেশ আম্বানি ১ লাখ ৬১ হাজার কোটি টাকার মালিক। তিনি এশিয়ার সেরা ধনী ও বিশ্বের নবম ধনী।

নীতা আম্বানি ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং এর অনুষ্ঠানের শেষ দিনে পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা আইভরি রঙের কাঞ্চিপুরম জমকালো একটি শাড়ি। নীতার গলায় যে নেকলেসটি ছিল, সেটি সম্পূর্ণরূপে হীরা দিয়ে তৈরি এবং এতে দুটি বড় বড় সবুজ পান্না ছিল। ওই নেকলেসটিতে যে পান্নার খণ্ডটি ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি। এছাড়া নীতা হীরার কানের দুল এবং একটি খসখসে সলিটায়ারের আংটি পরেছিলেন। তার চুড়ির সেটটিও হীরা এবং পান্না দিয়ে সজ্জিত ছিল।

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, নীতা আম্বানির গলার নেকলেসটির মূল্য ৪০০ থেকে ৫০০ কোটি রুপি। বলা যায়, নীতা আম্বানির ওই নেকলেসের দাম অনেক দেশের জিডিপির চেয়ে বেশি।

নীতা আম্বানির এই লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনায় আসে নেকলেসটি। ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। অনেকেই বিভিন্ন মিমও তৈরি করেছেন নীতার ছবি ও ভিডিও দিয়ে। কোনো কোনো মিমে লেখা দেখা যায়, ‘যেভাবে নীতা আম্বানির গলায় ঝুলছে একটা দেশের জিডিপি’।

জানা গেছে, মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সংগ্রহে আছে দামি দামি লাল হীরা, পান্না, নীলকান্তমণি, চুনি, প্লাটিনাম, ট্যাফেইট, রেড বেরেল, টোপাজ, ক্যাটস আইয়ের মতো পাথরের তৈরি গহনা। আর সেখান থেকেই হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে একটা নেকলেসের সেট উপহার দিয়েছেন নীতা। নেকলেসটি বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলোর একটি। নাম ‘মোওয়াদ ল ইনকম্পারেবল’। দাম ৬ কোটি মার্কিন ডলার বা ৬৫৮ কোটি টাকা।

এদিকে ছেলে অনন্ত আম্বানির তিন দিনের প্রি-ওয়েডিংয়ে ১ হাজার কোটি রুপি খরচ করেছেন নীতা ও মুকেশ আম্বানি দম্পতি।

অনন্ত ও রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গন থেকে সালমান এবং আমির খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকা। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মতো তারকারা।

ফেসবুক সমস্যা নিয়ে জুকারবার্গ যা জানালো

আবার এমএস ধোনি, রোহিত শর্মা এবং শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরাও এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।