ছেলেরা ভয় পায়, তাই প্রেম হচ্ছিল না : নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক : ছেলেরা ভয় পাওয়ার কারণে প্রেম হচ্ছিল না বলে জানিয়েছেন ‘রকস্টার’ খ্যাত বলিউড তারকা নার্গিস ফাখরি। অতীতে এক সাক্ষাৎকারে তিনি সেই তথ্য জানিয়েছিলেন।

নার্গিস ফাখরি

নার্গিস বলেন, ‘আমি একটা সুন্দর সম্পর্ক চাই। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার জলখাবার তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলি করার জন্য বিয়েটা জরুরি নয়। তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামী।’

এক সময়ে কাজের জন্য ব্যক্তি জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার ঝুলিতে একাধিক প্রেমের ছবি আছে ঠিকই। কিন্তু নার্গিসের দাবি, কখনো কোনো সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি। অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল হয়েছিল বলিপাড়া।

নার্গিসের কথায়, ‘যাদের সঙ্গে কাজ করি, তাদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরুষের সঙ্গে দেখা হয়, তারা আমাকে দেখে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভয়ও পান।’

পিসি পরিষ্কারে মাইক্রোসফটের নতুন অ্যাপ

পরে উদয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। গুঞ্জন, উদ্যোগপতি টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে যদিও কোনো মন্তব্য করেননি নার্গিস।