বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।
তবে গ্রামীণফোনের এই সিদ্ধান্তের পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এরই মাঝে ফেসবুকে ‘বয়কট জিপি’ ‘বয়কট গ্রামীনফোন’ নামের বেশ কয়েকটি ইভেন্ট খুলতে দেখা গেছে ব্যবহারকারীদের। এক একটি ইভেন্টে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ জয়েন করেছে।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন এডিটর পলাশ মাহমুদ নিজের ওয়ালে লিখেন, ”১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে জিপি। আমাদের উচিৎ আস্তে ধীরে এই সিম ব্যবহার করা থেকে সরে আসা।
বাকি সিম গুলো ও যদি সেইম কাজ করে তাহলে নামমাত্র একটা সিম রেখে সেটা দিয়ে সব কিছু করবেন। ( ব্যাংক ,সোশ্যাল মিডিয়া , কিংবা KYC অথবা ভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য। বিশেষ করে OTP এরজন্য। ) কিন্তু মূলত সবাই ইন্টারনেট মাধ্যমে কথা বলার অভ্যাস গ্রহণ করতে হবে। কারণ সিম কোম্পানি গুলো দিন দিন আমাদেরকে জিম্মি করে ফেলছে।”
এছাড়াও আরও অনেক ফেসবুক ব্যবহারকারীই বয়কট জিপি, বয়কট গ্রামীনফোন লিখে পোস্ট করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
এতো সমালোচনার পরেও এখন পর্যন্ত গ্রামীনফোন কোম্পানী থেকে কোন অফিসিয়াল মন্তব্য আসেনি। গ্রাহকদের আশা গ্রামীনফোন দ্রুতই এ সিদ্ধান্ত থেকে সরে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।