জুমবাংলা ডেস্ক : ঈদের আর মাত্র দুইদিন বাকী। ঈদের আগে সম্ভাবনা থাকলেও প্রত্যাশামত বাড়েনি সোনালী, লেয়ার, ব্রয়লার, পাকিস্তানি, ককসহ অন্যান্য ফার্মের মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে মাত্র ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকয়। এছাড়াও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম।
শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, সাতরাস্তা, সাভারের গেন্ডা, উলাইল বাজার, মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়।
এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের দাম বেড়েছে। ডজন বিক্রি হচ্ছে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরেই ঈদের আগে ব্র্যলার মুরগির দাম বাড়ে। কিন্তু এ বছর সেভাবে বাড়েনি। ঈদের আর মাত্র ২ দিন বাকী। দাম বাড়ার কোন সম্ভাবনা নেই। এছাড়াও প্রত্যাশামত বিক্রি হচ্ছেনা বলেও তারা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।