বয়স ৪০ হলেও কেন এখনও অবিবাহিত প্রভাস-আনুশকা

প্রভাস-আনুশকা

বিনোদন ডেস্ক : অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা। বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় এই দুটি চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

প্রভাস-আনুশকা

‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তা ছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন। যদিও একাধিক সূত্র নিশ্চিত করেন, সম্পর্কে ছিলেন প্রভাস-আনুশকা। কিন্তু তা ভেঙে গেছে।

এর আগে ৪১ বছর বয়সী আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’ এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন। অন্যদিকে তাদের পরিবার পড়েছেন বেকায়দায়। কারণ বিয়ে দিতে চেয়েও তার করতে পারছেন না তারা।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘প্রভাসের বয়স এখন ৪৩ বছর। পরিবার তাকে বিয়ে দিয়ে থিতু করতে চায়। প্রভাসও পরিবারের চাওয়ার সঙ্গে এক মত। কিন্তু প্রভাস সামাজিক নন, যার কারণে তার পরিবার সমস্যায় পড়েছে। অধিকাংশ সময় কাজের জন্য বেরিয়ে পড়েন এবং শুটিং সেটে সময় পার করেন। এমনকী বড় কোনো জন্মদিনের পার্টিতেও যান না প্রভাস। বরাবরের মতো গত জন্মদিনও তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন।’

প্রভাস-আনুশকা এখন সম্পর্কে নেই। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘প্রভাস এখন একা; সে আনুশকার সঙ্গে প্রেম করছেন না। মূলত, তারা খুবই ভালো বন্ধু। তাদের পরিবার চায় প্রভাস-আনুশকার সম্পর্ক বন্ধুত্বের চেয়ে আরো বেশি কিছু হোক। কিন্তু এই মুহূর্তে তারা এটা চায় না। এখনো তারা ঘনিষ্ঠ বন্ধু। আমরা এখনো নিশ্চিত নই, বন্ধুত্ব ছাড়িয়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেবে কিনা।’

ছেলেদের কোন জিনিসটা সবসময় কালো রঙের হয়

‘বিল্লা’ (২০০৯) সিনেমায় প্রথম পর্দায় জুটি বাঁধেন প্রভাস ও আনুশকা। ‘মির্চি’ (২০১৩) সিনেমাতেও তাদের রসায়ন দেখেছেন দর্শক। এরপর ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে আবারো পর্দায় জাদু দেখান এই জুটি।