লাইফস্টাইল ডেস্ক : তারুণ্যময় ত্বকের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খেলে সহজে বলিরেখা পড়বে না ত্বকে। বয়স ধরে রাখতে চাইলে তাই কিছু খাবার নিয়মিত রাখা চাই খাদ্য তালিকায়। জেনে নিন শক্তিশালী অ্যান্টি-এজিং খাবার কোনগুলো।
বেরিজাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। এই যৌগগুলো ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। ফ্রি র্যাডিকেল কোলাজেন এবং ইলাস্টিন ভেঙে ত্বকের বয়স বাড়িয়ে দেয়। স্ট্রবেরি ধরনের ফল খেলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়। স্মুদি, দই বা সালাদে যোগ করে খেতে পারেন স্ট্রবেরি।
বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে চাইলে অ্যাভোকাডো খেতে পারেন। ফলটি আমাদের দেশি না হলেও আজকাল সুপার শপগুলোতে পাওয়া যায়। অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই, ভিটামিন সি এবং লুটেইন সমৃদ্ধ। এসব উপাদান ত্বককে হাইড্রেট রাখে এবং পুষ্টি জোগায়। অ্যাভোকাডোতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন ই অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে আমাদের ত্বককে।
সবুজ শাক রাখুন পাতে। পালং শাক, পুঁই শাক, কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে মেলে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানও পাওয়া যায় সবুজ শাক থেকে। এসব উপাদান কোষের গঠন উন্নত করতে সাহায্য করে। সবুজ শাকসবজিতে পাওয়া ক্লোরোফিলও ত্বককে ডিটক্সিফাই করে।
বাদাম এবং বীজ খান প্রতিদিন। বাদাম, আখরোট এবং ফ্ল্যাক্সসিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই-এর চমৎকার উৎস। ওমেগা-৩ ত্বকের আর্দ্রতা হ্রাস রোধ করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে। ভিটামিন ই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
তেলযুক্ত মাছ যেমন স্যামন বা সার্ডিন খান। এগুলোতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য অপরিহার্য। এই স্বাস্থ্যকর চর্বি প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বককে ময়েশ্চারাইজড রাখে। চর্বিযুক্ত মাছে অ্যাটাক্সানথিন থাকে। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং হাইড্রেশন বজায় রাখে।
গ্রিন টিকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। বিশেষ করে ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট মেলে এতে যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। গ্রিন টি পান করলে ত্বকের হাইড্রেশন, স্থিতিস্থাপকতা এবং গঠন বৃদ্ধি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।