জুমবাংলা ডেস্ক : ৫৫ বছর বয়সে আবারও বাগদান সেরেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন, আবার কেউ তার বয়সের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করছেন। এই বিতর্কের জবাব দিয়েছেন সোহেল তাজ।
রবিবার (৫ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, বয়স শুধু একটি সংখ্যা মাত্র। সঠিক পুষ্টি, নিয়মিত ব্যায়াম, এবং স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করে যেকেউ যেকোনো বয়সে সুস্থ, সুখী এবং ফিট জীবনযাপন করতে পারেন।
স্ট্যাটাসে সোহেল তাজ বলেন, ‘একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস দুটি: ১/সময় আর ২/ সুস্থতা। মহান আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এবং আমার চেষ্টায় ৫৫ বছর পার করলাম একজন ২৫ বছর বয়সের সুস্থ সবল যুবকের ফিটনেস লেভেল মেইনটেইন করে। বয়স কোনো ব্যাপার না, যে কোনো বয়সেই হেলদি/ফিটনেস লাইফস্টাইল শুরু করা সম্ভব।’
তিনি বলেন, ‘আমার বয়স কত? ২৫ না ৫৫? বিজ্ঞান এবং বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নের উত্তর দুইভাবে দেওয়া যেতে পারে: ১. সময়ের চাকা গুনে (ক্রনোলজিক্যাল এইজ) ২. বায়োলজিক্যাল/মেটাবলিক এইজ মেপে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের চাকার বয়স কোনো ব্যাপার না বরং আমরা যদি সঠিক জীবনধারা অবলম্বন করি (সঠিকভাবে সঠিক পরিমাণ পুষ্টি ও এক্সারসাইজ) তাহলে বায়োলজিক্যাল বয়সের চাকার গতি ধীর (slow) করা সম্ভব, ৮০, ৯০ বছর পর্যন্ত যৌবনের ৮৫-৯০% ধরে রাখা সম্ভব, তারা আরও বলছেন, এই হেলদি লাইফস্টাইল জার্নি যেকোনো বয়সে শুরু করা যায়- নারী/পুরুষ, সবার জন্য প্রযোজ্য।’
সোহেল তাজ বলেন, ‘বয়স কোনো ব্যাপার না এবং আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে আমরা একটি সুন্দর, সুখী, দীর্ঘ এবং সুস্থ জীবন পেতে পারি- আর বোনাস হচ্ছে দেখতেও ভালো লাগবে।’
তিনি বলেন, ‘আমার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পড়ে আমার ডাক্তার সাহেব বলেছেন এইটা একজন সুস্থ ২০- ২৫ বয়েসের যুবকের হওয়া উচিত। আমি অহমিকা করে বলছি না বরং আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কষ্ট করলে আর চেষ্টা করলে সবই সম্ভব।’
প্রসঙ্গত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি ‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন।
তবে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা করছেন।
অনেকেই বলতে থাকেন ৫৫ বছর বয়সে সপ্তমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোহেল তাজ। কেউ বলছেন, এটি তার দ্বিতীয় বিয়ে, আবার কেউ ছয়বার বিয়ের দাবি করছেন। এ বিষয়টি নিয়েই ফেসবুকে বিতর্ক শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।