জুমবাংলা ডেস্ক : ‘অজিত নাভগানে অফিসিয়াল ০৭’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃদ্ধের সেই কেরামতির ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি কোথাকার তা অবশ্য ওই ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়নি।
অনেকের কাছে বয়স শুধু একটা সংখ্যামাত্র। কেউ ৭০ বছর বয়সে, কেউ আবার ৮০-তেও এমন দুঃসাহসিক কাজ করছেন, যা তরুণদেরও হার মানাবে। তেমনই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
বাইক, কখনও বা গাড়ি নিয়ে অনেকেই কেরামতি দেখান। মাঝেমধ্যে সে রকম ঘটনা প্রকাশ্যেও আসে। কিন্তু এক বৃদ্ধ দুরন্ত গতিতে বাইক চালিয়ে যে ভাবে কেরামতি দেখালেন তা নদর কাড়ছে নেটাগরিকদের। শুধু তাই-ই নয়, বৃদ্ধের সাহসিকতা নিয়েও আলোচনা চলছে।
‘অজিত নাভগানে অফিসিয়াল ০৭’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃদ্ধের সেই কেরামতির ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি কোথাকার তা অবশ্য ওই ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়নি।
তবে ভিডিওটি যেখানকারই হোক না কেন, বৃদ্ধের কেরামতি কিন্তু সমাজমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মসৃণ রাস্তা দিয়ে দুরন্তগতিতে বাইক চালাচ্ছেন এক বৃদ্ধ। পরনে সাদা পাঞ্জাবি এবং পাজামা। বৃদ্ধ বাইক চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাঁর দু’টি হাত বাইকের হ্যান্ডলে ছিল না।
হঠাৎ বাইকের উপর দাঁড়িয়ে নাচার ভঙ্গিতে উঠলেন আবার বসলেন। বার দুয়েক করার পর দু’হাত আকাশের দিকে তুলে নাচিয়ে বোঝাতে চাইলেন, “আমি পেরেছি।” ভঙ্গিমা এমন ছিল যেন তিনি কোনও চ্যালেঞ্জ জিতেছেন।
এর পরই ওই বৃদ্ধ দু’হাত জুড়ে নমস্কার করেন। আবার চলন্ত অবস্থাতেই বাইকের সিটের উপর শুয়ে পড়েন। বৃদ্ধের এই কেরামতি মোবাইলবন্দি করছিল পাশ দিয়ে ছুটে চলা একটি গাড়ি।
বৃদ্ধের পাশ দিয়ে হুশ হুশ করে ছুটে যাচ্ছিল গাড়ি। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপই ছিল না বৃদ্ধের। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকে বৃদ্ধের কেরামতির প্রশংসা করেছেন। অনেকে আবার এই ধরনের কেরামতির জন্য আশঙ্কাও প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।