লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার ক্ষেত্রে বয়স একটা সংখ্যামাত্র। অনেক যুগল আছেন যাদের বয়সের মধ্যে বিস্তর ফারাক। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে, প্রেম, দাম্পত্য জীবন হবে সুখের।
>> আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন, আপনার বয়সে ছোট বা বড় সঙ্গী সেভাবে হয়তো দেখছেন না। তাই বিরক্ত না হয়ে, বরং ধৈর্যশীল হন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সঙ্গীকে বোঝার একটু সময় দিন।
>> বয়সে একটু বেশি বড় বলে সঙ্গীর উপর নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দেবেন না। বরং সঙ্গীকে বুঝতে দিন আপনার পছন্দ ও অপছন্দ। আর আপনিও তার পছন্দ অপছন্দ বুঝে চলুন।
>>অন্যদিকে, ছোট বলেই যে সব সময় আবদার করতে হবে নানারকম, তা কিন্তু নয়। কারণ, আপনারা প্রেমের সম্পর্কে রয়েছেন। কেউ কারও অভিভবাক নন।
>>যেকোনো সম্পর্কই বিশ্বাসের উপর দাঁড়িয়ে। তাই এই বিষয়টা মনে রাখুন। বয়স বেশি মানেই সম্পর্কে আপনি নিয়ম করবেন তা কিন্ত একেবারেই নয়। এটা অবশ্যই দুই জনেরই ভাবা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।