খেলাধুলা ডেস্ক : বিপিএলে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসালেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের কীর্তি এখন যৌথভাবে তাদের দখলে।
আজ রবিবার মিরপুরে রংপুর রাইডার্সের টেইলরকে আউট করে তাসকিন পেয়েছেন চলমান আসরের ২৩তম উইকেট। তিনি খেলতে নেমেছেন এবারের মৌসুমের ১১তম ম্যাচ। বিপিএলের ২০১৯ সালের আসরে বাঁহাতি অলরাউন্ডার সাকিবও পেয়েছিলেন ২৩ উইকেট। তিনি সেবার খেলেছিলেন ১৫ ম্যাচ।
শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৯ রান করে রাজশাহী। এমন পুঁজি নিয়ে লড়াই করা ভীষণ কঠিন। তবে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই রাজশাহীকে উল্লাসের মুহূর্ত এনে দেন তাসকিন। চতুর্থ বলে তিনি সাজঘরে পাঠান আমেরিকান ব্যাটার টেইলরকে। এতে রংপুরের উদ্বোধনী জুটি ভাঙে ২ রানে। টেইলর ৪ বলে ২ রান করে বিদায় নেন।
এই প্রতিবেদন লেখার সময়, ১২.৪ ওভারে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে মাত্র ৪৯ রান। তাসকিন প্রথম ধাক্কা দেওয়ার পর বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় নিয়েছেন ৪ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।