Advertisement
অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। সিলেটে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইতোমধ্যে দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে।
এবার সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। গত আসরে খুলনা টাইটান্সকে সেমিফাইনালে তুলে ছিলেন এই টাইগার অলরাউন্ডার। এবার সরাসরি চুক্তিতে মিরাজকে দলে নিয়েছে সিলেট।
অন্যদিকে রাজশাহীর নেতৃত্ব উঠেছে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে। তিনিও রাজশাহীতে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন। গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তিনি।
আসুন এক নজরে দেখে নিন বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



