খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার শোককে শক্তিতে পরিণত করে এবার বিপিএলে রেকর্ড গড়লেন লিটন দাস। আজ রোববার সিলেটে দূর্বার রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক উপহার দিলেন তিনি।
বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরিটি বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের। তিনি ২০২০ সালের বিপিএলে ৪২ বলে শতরান করার কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার লিটন দাস তারপর দ্বিতীয় দ্রুততম শতকটি উপহার দিলেন।
প্রসঙ্গতঃ লিটন দাসের ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিমও শতরান করেছেন আজ। বিপিএলের ইতিহাসে একই ইনিংসের দুই ওপেনারের একসঙ্গে সেঞ্চুরি করার রেকর্ড এটা এই প্রথম।
এই দুই ওপেনার জোড়া শতক হাঁকিয়ে আজ ১২ জানুয়ারি, ২০২৫ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও দুটি নতুন বিপিএল রেকর্ড গড়েছেন।
বিপিএলে এর আগে প্রথম উইকেটে সবচেয়ে বড় জুটি ছিল শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ডের ল্যু ভিনসেন্টের। তারা ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম উইকেটে ১৯৭ রান করেছিলেন। ১২ বছর পর সে রেকর্ড আজ ভেঙ্গে ফেলেছেন লিটন দাস ও তানজিদ তামিম। ২৪১ রান বিশাল জুটি গড়ার পর এই দু’জন বিচ্ছিন্ন হন।
শুধু প্রথম উইকেটে নতুন রেকর্ড গড়াই নয়। বিপিএলের ইতিহাসের যে কোন উইকেটেও সবচেয়ে বেশী রানের রেকর্ড এখন লিটন ও তানজিদ তামিমের। ৬৪ বলে ১০৮ রান করে আউট হন তানজিদ তামিম। ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন দাস।
বিপিএলের যে কোন উইকেটে আগের রেকর্ডটি ছিল ২০১ রানের। সেটা করেছিলেন দুই ভিনদেশি ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইল। তারা দু’জন রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১৭ সালের বিপিএলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েছিলেন।
সেটাই এতকাল যে কোন উইকেটে বিপিএলে সবচেয়ে বড় জুটি হিসেবে পরিগণিত ছিল। অবশেষে ৮ বছর পর তা ভাঙলেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও তানজিদ তামিম। তারা দুজন আজ ২৪১ রানের জুটি গড়েছেন।
সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব
শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তুলেছে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান। বিপিএলের ইতিহাসে দলীয় স্কোরের ক্ষেত্রে এটাও একটি রেকর্ড। এর আগে বিপিএলে এত রান আর কেউ কখনো করতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।