স্পোর্টস ডেস্ক : ভোটের মাঠ ফেলে সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ছুটে এলেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরদিনই। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদ বোলিং করছেন পুরোদমে। বিশ্বকাপের আগে থেকে মিরপুর বিমুখ হওয়া তামিম ইকবালও ফিরেছেন ২২ গজে।
তিন জনই লম্বা সময় ধরে মাঠের বাইরে। তামিম বিশ্বকাপের আগে থেকে, সাকিব-তাসকিন বিশ্বকাপের পর থেকে। ইনজুরির পাশাপাশি নির্বাচনী ব্যস্ততায় সাকিব ক্রিকেটকে এক পাশে রেখে দিয়েছিলেন। আর তাসকিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না।
সাকিব হতে শুরু করে তামিম-তাসকিন সবারই ব্যস্ততা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে ঘিরে। দুই দিন ধরে ব্যাটিং করা তামিম মঙ্গলবার (৯ জানুয়ারি) অনুশীলনের সময় তাসকিনের বলে বাঁ হাতে আঘাত পেয়েছেন। যদিও এখন পর্যন্ত তা গুরুতর না বলে জানা গেছে। বিশ্বকাপের পর নিউ জিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে বাকিরাও ধীরে ধীরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন।
এর মধ্যে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। আজ প্রথম দিন নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবসহ দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও শামীম পাটোয়ারীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
আসছে বিপিএলের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে রংপুরের অনুশীলনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে সাকিব থাকায় আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। সকাল সাড়ে ১১টায় অনুশীলন থাকলেও সাকিব মিরপুর হয়ে বসুন্ধরায় আসেন দুপুর সাড়ে ১২টা নাগাদ।
ধাপে ধাপে ব্যাটিং-রানিং করেন বরিশাল থেকে রংপুরে নাম লেখানো সাকিব। রংপুরের কোচ সোহেল ইসলাম পুরোটা সময়জুড়ে সাকিবকে রেখেছিলেন পাখির চোখে। নেটে বেশ কয়েকবার দুজনকে কথা বলতে দেখা যায়। সোহেল কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছিলেন আর সাকিব তা শ্যাডো করে দেখাচ্ছিলেন।
নেটে লম্বা সময় ব্যাটিংয়ের পর সাকিব রানিং করেন কিছুক্ষণ। এরপর আবার নেটে কিছুক্ষণ ব্যাট হাতে ড্রিল করেন। সদ্য আঙুলের ইনজুরি থেকে মুক্ত হওয়া সাকিব সময় নিয়ে পুরোদমে ব্যাটিং করতে চান, ‘অনুশীলন শুরু করেছি। আরও কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।’
রংপুরের নেতৃত্ব নিয়েও কথা বলছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বল ঠেলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কোর্টে। তবে সাকিব জানিয়েছেন, দল হিসেবে তাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, চ্যাম্পিয়নের লক্ষ্য ছাড়া? স্বাভাবিকভাবেই দলটা ভালো হয়েছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে থাকে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’
ধীরে ধীরে বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দেবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একমাত্র দল হিসেবে রংপুর আগে অনুশীলন শুরু করলেও বাকি দলগুলোও বসে নেই। তারা আছে শেষ মুহুর্তের প্রস্তুতিতে।
১২ জানুয়ারি থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাস্কো-সাকিব একাডেমিতে অনুশীলনের পরিকল্পনা করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে বলে জানা গেছে। বাকি খুলনা-সিলেট-ঢাকারও এই সময়ের মধ্যে অনুশীলন শুরু করার কথা রয়েছে।
১৯ জানুয়ারি শুরু হবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটি। শেষ হবে পহেলা মার্চ, ফাইনালের মধ্য দিয়ে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি।
সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel