স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। এরপরই শেষ হবে বিপিএলের একাদশ আসর। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
ফাইনালের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে এবারের বিপিএলের প্রাইজমানি। গত আসরের তুলনায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য অর্থ পুরস্কার বেড়েছে। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলও অর্থ পুরস্কার পাবে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যও থাকছে অর্থ পুরস্কার।
প্রাইজমানির বিবরণ
চ্যাম্পিয়ন দল: ২.৫ কোটি টাকা।
রানার্সআপ দল: ১.৫ কোটি টাকা।
তৃতীয় স্থান (খুলনা টাইগার্স): ৬০ লাখ টাকা।
চতুর্থ স্থান (রংপুর রাইডার্স): ৪০ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন
তামিম ইকবাল, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন।
সর্বোচ্চ রান সংগ্রাহক
খুলনার মোহাম্মদ নাঈম ১৪ ইনিংসে ৪২.৪৮ গড়ে সর্বোচ্চ ৫১১ রান করেছেন। পরের তিনজনের দল আগেই বাদ পড়ায় নাঈমের শীর্ষস্থান নিশ্চিত। পঞ্চম স্থানে থাকা চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্কের ১৩ ইনিংসে ৩৮৭ রান রয়েছে, যা নাঈমকে টপকানোর জন্য যথেষ্ট নয়।
সর্বোচ্চ উইকেট শিকারি
দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী চিটাগং কিংসের খালেদ আহমেদ ফাইনালে ৬ উইকেট নিলে তাকে ছাড়িয়ে যেতে পারেন।
২০২৫ বিপিএলে প্রাইজমানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় খেলোয়াড়দের উৎসাহ আরও বেড়েছে। এখন দেখার অপেক্ষা, কে হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং কে জিতবে শিরোপা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।