সন্তান হারালেন ‘তেরি মিট্টি’ খ্যাত গায়ক বিপ্রাক, বলিউড পাড়ায় শোক

বিপ্রাক

বিনোদন ডেস্ক: বলিউডে ফের দুঃসংবাদ। জন্মের সময় মৃত্যু হলো ‘তেরি মিট্টি’ খ্যাত সঙ্গীত শিল্পী বিপ্রাক ওরফে প্রতীক বচ্চনের দ্বিতীয় সন্তানের। সোশ্যাল মিডিয়ায় নিজেই সন্তান হারানোর দুঃসংবাদ দিয়েছেন বিপ্রাক। গত ৯ মাস ধরে এ দিনের অপেক্ষাতেই ছিল বিপ্রাক ও তার স্ত্রী। দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় দিন গুনছিলেন এ তারকা দম্পতি। কিন্তু আচমকাই শেষ হয়ে গেল সব কিছু। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিধস্ত অবস্থার কথা তুলে ধরেছেন গায়ক।

যে গায়ক সবার আর গানের মাধ্যমে সবার মন কাঁদিয়েছেন এবার সেই গায়কের কণ্ঠেই সন্তান হারানোর আর্তনাত।

বুধবার (১৫ জুন) ইনস্টাগ্রামে এক বিবৃতি শেয়ার করে বিপ্রাক লিখেছেন, খুব মানসিক যন্ত্রণার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সদ্যোজাত জন্মের সময়ই মারা গেছে। অভিভাবক হিসেবে এটা সবচেয়ে কঠিন সময়। আমি সব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানাতে চাই, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। এ ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত এবং এ সময়ে আমাদের নিজেদের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। একই সঙ্গে আপনাদের থেকে খানিক সহযোগিতা আশা করছি।
বিপ্রাক
পাশাপাশি পঞ্জাবি গায়ক বিবৃতিতে সংযোগ করেন, আমরা ভেঙে পড়েছি, দয়া করে আমাদের একটি গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিন। আপনাদের মীরা ও বিপ্রাক।

এমন সংবাদ সামনে আসার পর বলিউড থেকে পাঞ্জাব সব ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা শোকবার্তা পাঠিয়েছেন বিপ্রাক ও তার স্ত্রী মীরাকে। বলিউড ও টিভি তারকা গওহর খান লেখেন, ভগবান তোমাদের দুজনকে এ কঠিন সময়টা কাটিয়ে ওঠবার শক্তি দিন। তোমার সন্তানের জন্য অনেক প্রার্থনা রইল, এখন ও একজন দেবদূত।

এদিকে বলিউড গায়িকা নীতি মোহন লেখেন, ‘তোমাদের জন্য প্রার্থনা রইল’।

২০১৯ সালে মীরা বচ্চনকে বিয়ে করেন বিপ্রাক। আদাব নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।.

৬৫ লাখ করে সরকারি অনুদান পেলেন শাকিব-অপু