‘ব্রহ্মাস্ত্র’র প্রচার থেকে সরে দাঁড়ালেন রণবীর

ব্রহ্মাস্ত্র

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে ও পরে প্রতিনিয়ত আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে রণলিয়া জুটি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। আলোচিত এ ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলতি বছরের ৯ সেপ্টেম্বর।

ব্রহ্মাস্ত্র

লাগাতার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার করে বিরক্ত রণবীর কাপুর। গত সেপ্টেম্বরে মুক্তির পর থেকে বক্স অফিসে হিট ‘রালিয়া’ রসায়ন। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৩০ কোটি টাকা আয় করেছে এই ছবি। শিবা-ইশার ‘লাভ স্টোরিয়া’ দর্শক উপভোগ করেছেন তা বেশ স্পষ্ট। কিন্তু অনেক হয়েছে আর নয়।

‘ব্রহ্মাস্ত্র’র থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন রণবীর কাপুর! শুধু তাই নয়, আলিয়ার পক্ষেও আর ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে অংশ নেয়া সম্ভব নয় কারণ হিসাবে অন্তঃসত্ত্বা নায়িকার স্বামী জানান, ‘ছবির প্রচারে কেশরিয়া গানটা গেয়ে গেয়ে আলিয়ার গলা বসে গিয়েছে!’ শিগগিরই মা হতে চলেছেন আলিয়া, তাই স্ত্রীকে আপতত বিশ্রামে রাখতে চান রণবীর, সেইজন্যই এই সিদ্ধান্ত?

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে দেখা গেল ফোনের ওপারে থাকা কাউকে (সম্ভবত প্রযোজনা সংস্থার কেউ) রণবীর সাফ জানাচ্ছেন তিনি আর ‘ব্রহ্মস্ত্র’র প্রচার করবেন না। রণবীর বলেন, ‘না ভাই, আমার দ্বারা হবে না। আমি সব হিসাব চুকিয়ে নিয়েছি ব্রহ্মাস্ত্রর সঙ্গে, অয়ন মুখার্জির সঙ্গে… দু-দিন পরই ডিজনি প্লাস হটস্টারে আসবে ব্রহ্মাস্ত্র। তার মানেটা কী? আবার প্রমোশন, ফের প্রমোশন….’।

সালমানে শার্টলেস ছবি ভাইরাল

অয়ন মুখার্জির পরিচালনায় ৪০০ কটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল এ সিনেমাটি। নানা কৌশল খাটিয়ে ছবিটি থেকে আয়ও হয়েছে ৪২৭ কোটি রুপির বেশি অর্থ। এদিকে ছবির পরিচালক বলছেন, শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ভালোই আয় করেছে এ সিনেমা। উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’র দারুণ সাফল্যের পর বর্তমানে ছবির পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ পার্ট টু ও থ্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস