বিনোদন ডেস্ক : অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’ এই শুক্রবার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নেতৃত্বে একটি শক্তিশালী তারকা কাস্ট রয়েছে। সিনেমাটি মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এতে সম্ভাব্য ক্যামিও হিসেবে শাহরুখের নাম শোনা গেছে। অনেক জল্পনা-কল্পনা শেষে সিনেমাটি মুক্তির পর দেখা গেছে শাহরুখ খান প্রকৃতপক্ষেই একটি বিশেষ ক্যামিও করেছেন।
সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার উপস্থিতি ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি করেছে। যেমন অনুমান করা হয়েছিল, তিনি সিনেমাটিতে ‘বানরস্ত্র’র অভিভাবক এবং চালকের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর চরিত্রটির নাম মোহন ভার্গব, একজন বিজ্ঞানী এবং প্রাচীন অস্ত্র রক্ষাকারী একটি গোপন সমাজের সদস্য। ইতিমধ্যে ভক্তদের প্রিয় হয়ে উঠেছে শাহরুখের এই চরিত্রটি।
সিনেমায় শাহরুখের মোহন চরিত্রটি (অনেকে উল্লেখ করেছেন যে অভিনেতা তাঁর ২০০৩ সালের ‘স্বদেশ’ চলচ্চিত্রে একই নামে রকেট বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছিলেন) মৌনি রায়ের জুনুন এবং তার দোসরদের সাথে যুদ্ধ করেন, যারা মহাকাশীয় অস্ত্র ব্রহ্মাস্ত্রের বিক্ষিপ্ত টুকরা পেতে বেরিয়েছিল।
শাহরুখের এই দুর্দান্ত ক্যামিও নিয়ে বেশ ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে ক্যামিও সম্পর্কে একজন অনুরাগী লিখেছেন, ‘কেবল শাহরুখই এই প্রদর্শনকে মোহনীয় দেখাতে পারে। কি লোক, কি বান্দর। ’ আরেক ভক্ত টুইট করেছেন, ‘পুরো সিনেমা একদিকে আর এসআরকের ক্যামিও একদিকে। তিনি চলচ্চিত্রের সেরা অংশ।’
বিজ্ঞানীদের খোঁজে আশ্চর্য প্রোটিন ‘মাইয়া’, আর থাকবে না বন্ধ্যাত্ব
কিছু ভক্ত শাহরুখকে যুগের পর যুগ পর্দায় অ্যাকশন করতে দেখার অপেক্ষায় থাকেন। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো এই সিনেমাটির মাধ্যমে। তবে সামনে কিং খানের অ্যাকশন সিনেমা ‘পাঠান’ আসছে দর্শকদের আরো একবার মাতোয়ারা করতে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।