আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) একটি সুখোই ফাইটার জেট থেকে ব্রাহমোস সুপারসনিক ক্রুজ মিসাইল নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির বিমানবাহিনী গত মঙ্গলবার সাগরের পূর্বাঞ্চলে যেকোনো সময় যেকোনো অপারেশনে ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুতির এ প্রদর্শনীর আয়োজন করে।
আইএএফ জানায়, মিসাইল নিক্ষেপের এ প্রদর্শনে ঘনিষ্ঠভাবে সহায়তা করেছে দেশটির নৌবাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিসাইলটি নির্ভুলভাবে একেবারে টার্গেটে আঘাত হেনেছে।
বিমানবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘আজ সাগরের পূর্ব উপকূলে একটি সুখোই৩০ এমকেআই বিমান থেকে ব্রাহমোস মিসাইলের লাইভ ফায়ারিং ঘটানো হয়েছে। মিসাইলটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা নৌবাহিনীর একটি বাতিল জাহাজ ছিল। এই মিশনে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে ভারতীয় নৌবাহিনী। ‘
২০১৬ সালে ভারতের সরকার ৪০টিরও বেশি সুখোই যুদ্ধবিমানে ব্রাহমোসের এয়ার-ফায়ারড মিসাইল যুক্ত করার সিদ্ধান্ত নেয়। সাগর বা স্থলভাগে বিস্তৃত অংশে বিমানবাহিনীর আক্রমণের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে এ প্রজেক্ট হাতে নেওয়া হয়।
এর আগে গত ৫ মার্চ ভারতীয় সাগরে একটি স্টিল্থ ডেস্ট্রয়ার থেকে নৌবাহিনী ব্রাহমোস সুপারসনিক ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণ নিক্ষেপের সফল পরীক্ষা চালায়। আইএনএস চেন্নাই নামক স্টিল্থ ডেস্ট্রয়ার থেকে এই পরীক্ষামূলক ফায়ার করা হয়।
সুপারসনিক ক্রুজ মিসাইল বানাচ্ছে ব্রাহমোস অ্যারোস্পেস। এটি ভারত ও রাশিয়ার এক যৌথ প্রকল্প। এই মিসাইল সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমান কিংবা স্থলের কোনো প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপযোগ্য। ব্রাহমোস মিসাইল শব্দের চেয়ে প্রায় তিনগুণ বেশি গতিতে ছুটতে পারে। বলা হচ্ছে, মিসাইলের উন্নত সংস্করণটি ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলের আগের সংস্করণ ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত।
সূত্র : এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।