ব্রাইডাল পোশাকে অভিনেত্রীদের টক্কর দিলেন শচীন কন্যা সারা

সারা

বিনোদন ডেস্ক : শচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকর এর কন্যা সারা তেন্ডুলকর বলিউডে ডেবিউ করবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য মডেলিং শুরু করেছেন। সারার বিভিন্ন ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর নতুন ছবিতে নজর কাড়লেন সারা।

সারা

সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের ব্রাইডাল কালেকশনের জন্য ফটোশুট করেছেন সারা। তাঁর সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে সারার পরনে রয়েছে গোলাপি রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটি স্লিভলেস। গোটা লেহেঙ্গা-চোলি জুড়ে রয়েছে সোনালি রঙের কারুকার্য।

সোনালি সুতোর এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছোট ছোট ফুল। সোনালি সুতোর সাথে ব্যবহার করা হয়েছে চুমকিও। লেহেঙ্গা-চোলিটি দেখে ভারি মনে হলেও বাস্তবে তা যথেষ্ট হালকা। এই পোশাকের সাথে কুন্দনের নেকপিস ও ইয়ারিং পরেছেন সারা। চুলে বাঁধা হয়েছে ফ্লোরাল বান। তবে ব্রাইডাল কালেকশনের পোশাক হলেও সারার মেকআপ যথেষ্ট হালকা।

বাজারে ঝাঁজ কমাতে ভারত থেকে আসছে কাঁচা মরিচ

অনিতা বিখ্যাত ভারতীয় পোশাক বানানোর জন্য। সাধারণতঃ তাঁর কালেকশনে প্রাধান্য দেওয়া হয় ভারতীয় সংস্কৃতিকে। ভারতীয় পোশাকের রীতি অনুসারে অনিতার কালেকশন সাজানো হয়েছে গোটা পাত্তি, বাঁধনি, হ্যান্ড ওভেন বেনারসীতে। তবে বর্তমান প্রজন্মের কথা ভেবে অনিতা রেখেছেন ফিউশনের ছোঁয়া যা ধরা পড়েছে সারার পোশাকে।