জুমবাংলা ডেস্ক : আজকাল ইন্টারনেটে ধাঁধার পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। অনেকে এগুলি গ্রহণ করেন, আবার কেউ কেউ এর মাধ্যমে নিজের আইকিউ লেভেল কতটা ভালো তা পরীক্ষা করেন। এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে।
ছবিতে দেখতে পাচ্ছেন, একজন মহিলার কোলে একটি শিশু রয়েছে আর তার পাশে রয়েছে তিনজন পুরুষ। তাদের মধ্যে একজন হল শিশুটির আসল বাবা। আসলে, ওই শিশুটিকে জন্ম দিয়ে তার মা মারা গিয়েছে। এখন হাসপাতালের ওই সেবিকা অর্থাৎ মহিলা শিশুটিকে তার আসল বাবার হাতে তুলে দিতে চায়।
কিন্তু এখানে তিনজনই দাবি করেছে তারা প্রত্যেকেই ওই শিশুটির বাবা। ফলে ওই মহিলাও বিভ্রান্তিতে পড়েছেন! আর এখানে আপনাকে গোয়েন্দাগিরি করে বলতে হবে শিশুটির আসল বাবা কে? আর তাকেই খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে।
আসলে এই ধরনের ছবিগুলি দেখে অতি সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। এও বলা হয়েছে যারা ১০ সেকেন্ডের মধ্যে ওই শিশুটির আসল বাবাকে সনাক্ত করতে সক্ষম হবেন, তাদেরকে জিনিয়াস বললেও ভুল হবে না।
ছবিটিকে প্রথমে মনোযোগ সহকারে দেখুন। আসলে ওই শিশু ও তার পিতার মধ্যে কিছুটা তো মিল থাকবেই। এখন সেই সূত্র ধরেই আপনাকে শিশুটির আসল পিতাকে শনাক্ত করতে হবে। কিন্তু এখনো যারা এই চ্যালেঞ্জ পূরণ করতে ব্যর্থ হয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই আমরা নিচে হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি।
প্রতিটি মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকে কেন, এর পেছনে রয়েছে ধর্মীয় ও বৈজ্ঞানিক কারণ
এখানে শিশুটির আসল পিতা হল তিন নম্বর ব্যক্তিটি। কারন আপনি যদি শিশু এবং ওই ব্যক্তির চোখের মনির দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে অবশ্যই মিল দেখতে পাবেন, যা বাকি দুজন ব্যক্তির কোন অংশের সাথে ওই শিশুর মিল নেই। আর এভাবে আপনিও যদি নিয়মিত ধাঁধার সমাধান করতে থাকেন তাহলে ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।