বলুন তো লোকটির আসল স্ত্রী কে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

ছবি

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে অপটিক্যাল ইলিউশনের মতো বিভিন্ন পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হচ্ছে। কিছু মানুষ রয়েছেন যারা এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে বেশ পছন্দ করেন এবং তারা এর মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেন। এমনকি আইকিউ লেভেল কতটা ভালো তাও জেনে নেওয়ার একটি দুর্দান্ত উপায়।

ছবি

এই প্রতিবেদনে তেমনি একটি মজার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোকের পাশে তিনজন মহিলা রয়েছেন। এখন ওই লোকটি দীর্ঘদিন কোমায় থাকার পর সুস্থ হয়ে উঠেছেন কিন্তু তার আসল স্ত্রী কে তা চিনতে পারছেন না! কিন্তু এরই মধ্যে রয়েছে তার আসল স্ত্রী।

এখন আপনাকে গোয়েন্দাগিরির মাধ্যমে বলতে হবে ওই লোকটির আসল স্ত্রী কে? আর তাকেই খুঁজে বের করার জন্য এই চ্যালেঞ্জটি ছুঁড়ে দেওয়া হয়েছে। এখন যারা ওই লোকটির আসল স্ত্রী কে সনাক্ত করতে পারবেন, তাদের জিনিয়াস বললেও ভুল হবেনা। একইভাবে তাদের দৃষ্টিশক্তিরই প্রশংসা করতে হয়।

আপনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত? আসলে এই ধরনের পোস্টগুলি সমাধান করা সহজ মনে হলেও এর মধ্যে এমন কিছু থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। তাই এই ধরনের চ্যালেঞ্জগুলি সমাধান করার আগে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত।

অপটিক্যাল ইলিউশন

আসলে লোকটির যে স্ত্রী তার মধ্যে অবশ্যই কোন না কোন মিল থাকবেই। আর সেই সূত্র ধরেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। কিন্তু অনেক চেষ্টার পরেও যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তাদের বিচলিত হওয়ার কিছু নেই, আমরা নিচে মার্ক করে বুঝিয়ে দিয়েছি।

গিনেস বুকে নাম উঠল বাংলাদেশি মডেল তোরসার

এখানে ওই লোকটির আসল স্ত্রী হলো মাঝের মহিলাটি অর্থাৎ যিনি বেগুনি রঙের পোশাক পড়ে রয়েছেন। আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে ওই লোক এবং মহিলাটির আংটি দুটি একই রকমের। আর এভাবে যদি আপনি নিয়মিত ধাঁধার পোস্টগুলি সমাধান করেন তাহলে একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন।