খাবারের টেবিলে কোন আইটেমটি জোড়া নেই, বলতে পারলে আপনি জিনিয়াস

Brain Teaser

জুমবাংলা ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মজার ধাঁধার চ্যালেঞ্জগুলি ভাইরাল হতে দেখা যায়। অনেকে এগুলিকে সমাধান করার চেষ্টাও করেন তবে খুব কম জনই সফল হন। এর মাধ্যমে আপনার আইকিউ লেভেল কতটা ভালো তা পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হল, পারলে সমাধান করে দেখান।

Brain Teaser

ছবিতে দেখতে পাচ্ছেন খাবারের টেবিলে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। অর্থাৎ দুটি মানুষের দুই ধরনের খাবার রয়েছে। এখানে প্রতিটি খাবার জোড়া জোড়া করে রয়েছে। ছবিতে গ্লাস থেকে শুরু করে প্লেট চামচ এমনকি খাবারের আইটেমগুলিও জোড়া জোড়া রয়েছে।

এখন আপনাকে এর মধ্যে কোনটি জোড়া নেই তা খুঁজে বের করতে হবে। দাবি করা হয়েছে, যারা ৯ সেকেন্ডের মধ্যে এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হবেন তাদের জিনিয়াস বললেও ভুল হবে না এবং তাদের পর্যবেক্ষণ দক্ষতারও প্রশংসা করতে হবে। তাহলে কি আপনি চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত?

Brain Teaser

এই ধরনের চ্যালেঞ্জগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন এবং বলুন কোন আইটেমটির জোড়া নেই। তবে ইতিমধ্যেই যারা সিঙ্গেল আইটেমটি খুঁজে পেয়েছেন, তাদের অভিনন্দন জানাই।

সৌন্দর্যের দিক থেকে নায়িকাদেরও টেক্কা দিবে অক্ষয় কুমারের শ্যালিকা

সময় শেষ…! যদি আপনার ক্ষেত্রেও সিঙ্গেল আইটেমটি খুঁজে বের করা কঠিন বলে মনে হয় তাহলে নিচে মার্ক করে বুঝিয়ে দেওয়া হল। আসলে ওই খাবারের টেবিলে যে আইটেমটির জোর নেই তা হল ন্যাপকিন। উপরের ধাঁধাটি আপনার বুদ্ধিমতা ও পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করার একটি সহজ উপায়।