বলুন তো কোনটি আসল মানুষ নয়? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

Brain Teaser

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল চোখ রাখলেই বিভিন্ন ধরনের ধাধার পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। কখনো এর মধ্যে লুকিয়ে থাকা বস্তু, কখনো পার্থক্য আবার কখনো নাম সনাক্ত করতে হয়। এর মাধ্যমে আপনি বুদ্ধিমতার স্তর পরীক্ষা করতে পারেন। এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা পাঠকদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে।

Brain Teaser

ছবিতে দেখতে পাচ্ছেন পাঁচ জন মানুষ রয়েছে যার মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কোন কর্মচারী। কিন্তু এর মধ্যে একজন আসল মানুষ নয় এবং আর তাকে খুঁজে বের করাই হলো এই ধাঁধাটির চ্যালেঞ্জ। আপনাকে চিত্রগুলি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ উত্তরটি আপনি যতটা সহজ ভাববেন, ততটা নয়।

দাবি করা হয়েছে, ১০ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা মানুষগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে কোনটি আসল মানুষ নয়। আর নির্ধারিত সময়ের মধ্যে বলতে পারলেই আপনি জিনিয়াস বলে প্রমাণিত হবেন। তাহলে আপনি কি চ্যানেলটি গ্রহণ করতে প্রস্তুত? তাহলে সময় শুরু হল এখন। আসলে এই ধরনের ছবিগুলি আমাদের একপ্রকার দৃষ্টি বিভ্রমের সৃষ্টি করে।

Brain Teaser

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, তারা নিয়মিত ধাঁধার চ্যালেঞ্জগুলি সমাধান করছেন তাদের মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি অন্যান্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং তারা যে কোন সিদ্ধান্তকে খুব সহজে নিতে পারেন। উত্তর জেনে নেওয়ার আগে ছবিটি প্রথম মনোযোগ সহকারে দেখুন।

ক্লাসের অন্ধকার কোনায় নিয়ে স্যার জড়িয়ে ধরতেন, চু’মুও খেতেন

এই ধরনের সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না একটু ভিন্ন ও সঠিকভাবে পর্যবেক্ষণ করলেই উত্তর বেরিয়ে আসে। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে তিন নম্বর ব্যক্তিটি কাউকে ফোন করছে, সে আসলে মানুষ নয়। কারণ তার ডান হাত উল্টোদিকে মোড়ানো আছে।