বিনোদন ডেস্ক : দীর্ঘ কয়েক বছর পর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডকে আবার ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। বক্স অফিস কালেকশনের হিসেবে প্রথম দুদিনেই এই ছবি ১০০ কোটির গন্ডি পেরিয়ে গিয়েছে। প্রথম সপ্তাহের শেষে ব্যবসা বেড়ে ২০০ কোটি ছাপিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম পার্ট ‘শিবা’ শেষ হয়েছে দ্বিতীয় পার্ট ‘দেব’ এর আগমনের সংকেত দিয়ে।
ছবির চিত্রনাট্য অনুসারে শিবা ওরফে রণবীর কাপুর হলেন অমৃতা এবং দেবের সন্তান। প্রথম পার্টে অমৃতা এবং দেবের সম্পর্কে কথা হলেও তাদের মুখ দেখানো হয়নি। ‘ব্রহ্মানসে’র ‘গুরু’ অমিতাভ বচ্চন শিবাকে জানান তার বাবা-মায়ের পরিচয়। ছবির দ্বিতীয় অধ্যায়ে শিবার বাবা দেবের কাহিনী দেখানো হবে।
ছবি প্রথম অধ্যায়ে এক ত্রিশূলধারী পুরুষকে দেখানো হয়ে এসেছে প্রথম থেকেই। ছবির একেবারে শেষের দিকে ‘জুনুন’ ওরফে মৌনি রায় তার গুরু দেবকে ব্রহ্মাস্ত্রের তিনটে টুকরো জুড়ে জাগিয়ে তোলে। বলিউড সূত্রে খবর, দেব এবং অমৃতার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। এই খবর জেনে বেশ উৎসাহী দর্শকরা।
২০২০ সালের প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল রণবীর সিংয়ের কাছে নাকি এই চরিত্রের জন্য অফার পৌঁছালে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। তবে আদতে যে এই তথ্য সত্যি ছিল না তা ছবি মুক্তির পর বেশ ভালভাবেই বোঝা যাচ্ছে। এদিকে রণবীর কাপুরের বাবার চরিত্র রণবীর সিং এবং তার মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন রয়েছেন এই খবর পেয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল তরজা।
ছবির চিত্রনাট্য অনুসারে অমৃতা জলাাস্ত্রের অধিকারীনী। দেবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও পরে ব্রহ্মাস্ত্র নিয়েই তাদের দুজনের মধ্যে সংঘাত বেঁধে যায়। দেবকে আটকাতে অমৃতা তার শক্তি দিয়ে ব্রহ্মাস্ত্রকে তিনটে টুকরোয় ভেঙে ফেলেন। তাদের সেই প্রেম ও সংঘাতের গল্পই ব্রহ্মাস্ত্রের পরবর্তী পার্টের মূল বিষয়বস্তু হতে চলেছে।
ছবির প্রথম অধ্যায়ের রণবীর কাপুর এবং আলিয়া ভাটের রোমান্সকে হাতিয়ার করে এগিয়েছেন অয়ন মুখোপাধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের জন্য তোলা থাকলো রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি। ‘রামলীলা’র মত সেখানে রোমান্স থাকছে, থাকছে শত্রুতাও। এই গল্প যে আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।