জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী তিন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মানার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সম্মাননাপ্রাপ্ত নারীদের পরিবারের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন সাজেদা বেগম (সফল জননী), আকিলা বিনতে শহীদ (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য) এবং রিপা আক্তার (নির্যাতনের ভীবিষিকা মুছে নতুন জীবন শুরু)।
অনুষ্ঠানে সফলতা অর্জনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন পৌরশহরের দেবগ্রামের আলী আকবর চৌধুরীর সহধর্মিনী সফল জননী সাজেদা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, সাজেদা বেগমের ছেলে ডাঃ কাওছার হোসেন চৌধুরী, জামাতা অধ্যাপক আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ ইকবাল হোসেন ভূইয়া, দুপ্রক এর সভাপতি এস. এম. শাহজাদা খাদেম, ডাঃ লুৎফুর রহমান, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।