বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি ছবির সূত্র ধরে নয় নিজের লুকের জন্যই মিডিয়ার আলোতে মৌনি রায়।
সম্প্রতি বলিউডের অন্যতম সুন্দরী ডিভা মৌনি রায়কে একটি ব্র্যান্ডেড পোশাকে দেখা গিয়েছে। অভিনেত্রীকে স্যাপ গ্রীন কো-অড ড্রেসে দেখা গিয়েছে তাকে। সেই পোশাকেই নিজের বেশ কয়েকটি ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। অনুকিন (Anukin) নামের একটি ব্র্যান্ডের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সেই ব্র্যান্ডেরই অফিশিয়াল পেজ থেকে অভিনেত্রীর বেশ কিছু ছবি শেয়ার করে নেওয়া হয়েছে, সেই ছবিগুলির সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় তিনি।
সবসময়ের মতোই নিঃসন্দেহে এই পোশাকে আকর্ষণীয় লাগছিল তাকে। খোলা চুলে, বিনা মেকাপ লুকে এই ছবিগুলি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উল্লেখ্য, ব্র্যান্ডের অফিসিয়াল পেজ থেকে তার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, তাদের পোশাক তাদের অন্যতম প্রিয় অভিনেত্রীর গায়ে ওঠায় তারা মুগ্ধ। নেটনাগরিকদের পাশাপাশি নেটিজেনরাও রীতিমত মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর লুকে। নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন শেয়ার হওয়া ছবির কমেন্টবক্সেই। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ভালবাসায় ভরা মন্তব্য চোখে পড়বে।
আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের, এছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
‘ভুল ভুলাইয়া ২’ এর অফার প্রত্যাখান করে আফসোস করছেন ৫ অভিনেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।