ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক : ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েন্স আয়ার্সে লে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং কলম্বিয়ায় স্তাদে মেট্রোপলিটনতে লড়বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দুটি ম্যাচই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে।

বুয়েন্স আয়ার্সে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। কেননা, টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসিরা। পঞ্চম ম্যাচে তাদের সামনে উরুগুয়ে। তাই এই ম্যাচেও জয়ের আশাবাদী আর্জেন্টিনা।

এদিকে ইনজুরি থেকে মেসি ফেরায় স্বস্তিতে আকাশি-নীল শিবির। তাই শুরুর একাদশেই তাকে রাখতে আশাবাদী কোচ স্কালোনি।

তার (স্কালোনি) ভাষ্য, মেসি এমন একজন ফুটবলার যে নিজে খেলে অন্যদের খেলতে উৎসাহ যোগায়। ও থাকলে আমার কাজটা আরও সহজ হয়ে যায়। সে পুরোপুরি ফিট আছে। আশা করছি, শুরু থেকেই ওকে রাখতে পারব আমরা।

অন্যদিকে চার ম্যাচের মধ্যে দুই জয় আর এক ড্রয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে।

এ ছাড়া দুদলের শেষ পাঁচবারের দেখায় তিনটিতেই জিতেছে মেসিরা। ড্র হয়েছে দুটি ম্যাচ।

আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। তাই কলম্বিয়ার মাঠে কঠিন চ্যালেঞ্জ নিতে চায় দিনিজের দল।

দুই দলের ১১ ম্যাচে ৬ জয় ব্রাজিলের। একবার জিতেছে কলম্বিয়া, ড্র হয়েছে চার ম্যাচে।

দেখবেন যেভাবে : কোনো চ্যানেলে ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখাবে না। তবে অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ম্যাচটি উপভোগ করা যাবে ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে।