বিনোদন ডেস্ক : ক্রিকেটকে আপাতত সাইডে রেখে দীর্ঘ এক মাস ফুটবলে বুঁদ থাকবেন ক্রীড়ামোদিরা। কারণ, চার বছর পর ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়ে যাকে।
৩২ দেশ লড়বে একটি শিরোপার জন্য। এ এক সীমা ছাড়ানো উন্মাদনা। আর সেই উন্মাদনায় ভেসেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উসকে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের। সে তালিকায় ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
তিনি জানালেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সমর্থক তিনি। তাই যারা ফুটবল বোঝেন, ভালোবাসেন তারা যেন ব্রাজিল সমর্থন করেন – এ অনুরোধও জানালেন এ নায়িকা।
এমন অনুরোধের মধ্যে উঠে আসলো এ নায়িকাকে ঘিরে এক ট্রলের ঘটনা। আর্জেন্টিনার জার্সি পরে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।
ব্রাজিল দলের সাপোর্টার হয়ে কেন আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়েছিলেন – তা নিয়ে ট্রলড হন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নায়িকা।
এ বিষয়ে অপু বিশ্বাস হেসে দিয়ে বলেন, ‘হ্যাঁ,আমাকে নিয়ে একটা ট্রল হয়। অনেকে ট্রল করে বলেন, ‘আগে তো আর্জেন্টিনা সমর্থন করতেন, এখন কেন ব্রাজিল সমর্থন করছেন?।’ আসলে আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। তখন আমি খেলা বুঝতাম না। আমাকে বলা হলো বিশ্বকাপ ফুটবল হচ্ছে, একটা ফটোশুট করতে হবে। সেখানে তিশা আপু (নুসরাত ইমরোজ তিশা) ছিলেন, আসিফ ভাই (আসিফ আকবর) ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। বিষয়টা এমন না যে আমি আগে আর্জেন্টিনা করতাম এখন ব্রাজিল করি। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।’
কেন বর্তমানে ব্রাজিল দল সমর্থন করেন সে ব্যাখ্যাও দিলেন অপু। এ ঢালিউড কুইন বললেন, ‘ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন।’
নোরা ফাতেহির অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে সরকার : তথ্যমন্ত্রী
অপু বিশ্বাসের অনেক ভক্ত আছেন যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তাদের উদ্দেশে কি বলবেন? অভিনেত্রী বললেন, ‘পরিবারের মধ্যেও কিন্তু এমন আছে। আমার ভক্ত যারা ব্রাজিলের সমর্থক তারা আমার সঙ্গে আছেন, যারা অন্য দলের সমর্থক, তাদের সঙ্গে শুধু খেলার সময় যুদ্ধ করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।