আবারও মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার ফুটবলে অন্যতম দুই পরাশক্তির দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল মাঠে আবারও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। ২০২৪ প্যারিস অলিম্পিকের প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভেনেজুয়েলায় প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভিন্ন দুই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ভিন্ন গ্রুপে পড়ার কারণেই একে অপরের মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা!

প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে ১০টি দলকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। গ্রুপ এ’তে রয়েছে ব্রাজিল, ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ও ইকুয়েডর। গ্রুপ বি’তে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে ও পেরু। প্রথম ধাপে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়বে। প্রতি গ্রুপের সেরা দুই দল করে মোট চার দল লড়বে সেরা চারে। সেখান থেকে সেরা দুই দল লড়বে চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত পর্বে লড়াই করা দুই দল প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। গ্রুপ এ’ থেকে ব্রাজিল যদি সেরা দুইয়ে থাকতে পারে এবং গ্রুপ বি’তে যদি আর্জেন্টিনা সেরা দুইয়ে থাকে তাহলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। কারাকাস, ভ্যালেন্সিয়া এবং বারকুইসিমেটো শহরে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ম্যাচগুলো।