স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইকে দুই পরাশক্তির লড়াই হিসেবে দেখা হয়। দুদলেরই ভক্তরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে থাকেন। তেমনই এক লড়াই দেখা গেল এ বছরের কনমেবল কোপা আমেরিকা ফুটসালে। যেখানে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ১৪তম কনমেবল কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটিতে ২-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।
১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা-ব্রাজিল বাদে আর কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এর মধ্যে ব্রাজিল শিরোপা দখল করেছে ১১ বার ও আলবিসেলেস্তেরা ৩ বার।
দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে দুটি করে দল সেমিফাইনাল খেলে। গ্রুপ ‘বি’ তে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছায় ব্রাজিল। আর রানার্সআপ হয় আর্জেন্টিনা। সেমিতে দুই দলই জয় নিয়ে ফাইনালে মুখোমুখি হয়।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। পুরো টুর্নামেন্টে সেলেসাও বাহিনী অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এটি ব্রাজিলের ১১তম শিরোপা। ২০১৭ সালে সবশেষ শিরোপা জিতেছিল দলটি। অন্যদিকে এবারের রানার্সআপ আর্জেন্টিনা ২০০৩, ২০১৫ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।