স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতোমধ্যে জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়রের পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আজ ব্রাজিলের স্থানীয় সময় বিকেলে এডনালদো রদ্রিগেস ও কোচের মধ্যে একটি বৈঠক হবে, যেখানে এ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হবে। তবে পরিস্থিতি এমন যে, তার থাকা কঠিন হয়ে পড়েছে এবং এই বৈঠকে তার বিদায় নিশ্চিত হতে যাচ্ছে, জানাচ্ছে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম।
সিবিএফ সভাপতি সাধারণত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আনুষ্ঠানিক বৈঠক করেন। তাই আজকের আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ সময়ে আজ রাতেই এটা ঘটতে পারে।
দরিভাল জুনিয়রের জন্য টার্নিং পয়েন্ট ছিল বুয়েনোস এইরেসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বিশাল হারটি। এই হারের পরই তার ওপর আস্থা পুরোপুরি সরে গেছে ব্রাজিলের। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দেখা যায়, ব্রাজিল দুইজন মিডফিল্ডার নিয়ে খেলেছিল, যেখানে আর্জেন্টিনার পাঁচজন মিডফিল্ডার ছিল। এতে দল কৌশলগতভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কোচ কোনো সমাধান খুঁজে পাননি। সিবিএফ মনে করে, কোচের পরিকল্পনার সীমাবদ্ধতা ছিল এবং তিনি প্রতিক্রিয়া দেখাতে পারেননি সে ম্যাচে।
কোচিংয়ের শুরুতে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দরিভাল ভালো করলেও কোপা আমেরিকা থেকেই সমস্যা শুরু হয়। সিবিএফ মনে করে, তিনি খেলোয়াড় বাছাইয়ের ধরণ বদলেছেন এবং এমন কিছু খেলোয়াড় ডেকেছেন, যারা বিশ্বকাপ পর্যন্ত দলে টিকে থাকার মতো নাও হতে পারেন।
বাছাইপর্বে তিনি বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন, প্রতি স্কোয়াডে নতুন নতুন খেলোয়াড় ডেকেছেন, যা সিবিএফের দৃষ্টিতে দলের মূল কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছে। এর সঙ্গে ফলাফলও সন্তোষজনক ছিল না। এছাড়া, সিবিএফ দরিভাল জুনিয়রের সহকারী কোচ নিয়েও অসন্তুষ্ট। তার প্রধান সহকারী ছিলেন তার ছেলে, লুকাস সিলভেস্ত্রে। এক্ষেত্রে ব্রাজিল ফেডারেশন স্বজনপ্রীতির সমস্যাও দেখছে কোচের মাঝে।
দরিভাল জুনিয়রের পাশাপাশি নির্বাচক রদ্রিগো কায়েতানোর কাজও পর্যালোচনার মধ্যে রয়েছে। আজ বিকেলে তিনিও সিবিএফ সভাপতির সঙ্গে বৈঠক করবেন। তার ব্যাপারে ধারণা ছিল, তিনি কৌশলগত বিষয়ে কোচের সঙ্গে আলোচনা করবেন ও প্রশ্ন তুলবেন। তবে বাস্তবে তা হয়নি বলে মনে করা হচ্ছে।
নতুন কোচের বিষয়ে এখনো সিবিএফ কারও সঙ্গে যোগাযোগ করেনি। তবে বিদেশি কোচকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে কার্লো আনচেলত্তি, জর্জ জেসুস ও আবেল ফেরেইরার নাম রয়েছে। তবে সিবিএফ আগে দরিভাল জুনিয়রের বিদায় চূড়ান্ত করবে, তারপর নতুন কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।