স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে গত তিন ম্যাচেই আছে জয়হীন। এর মধ্যে হেরেছে উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে। চোট, অফফর্মে সেলেসাও আক্রমণভাগ থেকে সেভাবে নৈপুণ্য দেখাতে পারছেন না কেউ।
চোটের কারণে আগেই ছিটকে গেছেন নেইমার, কাসেমিরো, গোলরক্ষক এদেরসন, ডিফেন্ডার দানিলো ও এদার মিলিতাও। এরই মধ্যে দুঃসংবাদ নিয়ে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ঊরুর চোটে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
গতকাল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে পায়ে আঘাত পান রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার। সে সময় তাৎক্ষণিক কিছু জানা গেলেও ভিনিসিয়ুস বলেছিলেন, ‘আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে চোটের অবস্থা জানা যাবে। এই একই আঘাত এর আগেও পেয়েছিলাম। আমি ঊরুতে ব্যথা অনুভব করছি।
‘ পরবর্তী সময়ে জানা যায়, আর্জেন্টিনার বিপক্ষে খেলতেই পারবেন না তিনি। ইতিমধ্যে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে শুরুর দুই ম্যাচেও খেলা হয়নি এই উইঙ্গারের। তবে আর্জেন্টিনার বিপক্ষে ভিনিসিয়ুসের না থাকা বড় ধাক্কাই ব্রাজিলের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।