স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা হেক্সা মিশন শুরু করবে সার্বিয়ার বিপক্ষে। শুক্রবার কাতার বিশ্বকাপের ড্র- অনুষ্ঠানে তৃতীয় রাউন্ডে সার্বিয়াকে পেয়েছে ব্রাজিল। প্রথম পাত্রে ব্রাজিল পড়েছিল গ্রুপ জি-তে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, গ্রুপ জি হচ্ছে এবারের বিশ্বকাপের গ্রুপ অব ডেথ।
এবারের বিশ্বকাপের এই গ্রুপ ছাড়াও মৃত্যুকূপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ‘ই’ গ্রুপকে। যেখানে আছে দুই পরাশক্তি স্পেন ও জার্মানি। তাদের সঙ্গী জাপান এবং নিউ জিল্যান্ড বনাম কোস্টারিকার প্লে অফ জয়ী দল। গত বিশ্বকাপে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মৃত্যুকূপে পড়ে গ্রুপেই বিদায় নিয়েছিল জার্মানরা। এছাড়া ভূরাজনৈতিক উত্তাপ থাকায় ‘বি’ গ্রুপকেও কঠিন ধরা হচ্ছে। এই গ্রুপে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান এবং ইউক্রেন, ওয়েলস কিংবা স্কটল্যান্ডের যে কোনো একটি দল।
তবে এই তিনটি গ্রুপের মধ্যে যে কোনো অঘটন ঘটতে পারে ‘জি’ গ্রুপে। ব্রাজিলের সঙ্গে তিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। বর্তমান ফিফা র্যাংকিংয়ে এক নম্বর দল ব্রাজিল। সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নদের গ্রুপ জি নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে তারা পায় সুইজারল্যান্ডকে। সুইসদের ফিফা র্যাংকিংয়ে অবস্থান ১৪। এরপর সার্বিয়াকে পায় ব্রাজিল। র্যাংকিংয়ে সার্বিয়ার অবস্থান ২৫। এ গ্রুপে ক্যামেরুনই র্যাংকিংয়ে পিছিয়ে। তাদের অবস্থান ৩৭তম।
২০০২ সালে ব্রাজিল শেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেবল একবারই সেরা চারে খেলার সুযোগ হয়েছিল তাদের। সবশেষ আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। বিশ্বকাপ কোয়ালিফাইয়ে দুর্দান্ত পারফর্ম করা ব্রাজিল কি পারবে তাদের ষষ্ঠ ট্রফি জিততে?
‘জি’ গ্রুপ: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
২৪ নভেম্বর- ব্রাজিল বনাম সার্বিয়া
২৪ নভেম্বর- সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
২৮ নভেম্বর- ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
২৮ নভেম্বর- ক্যামেরুন বনাম সার্বিয়া
২ ডিসেম্বর- ক্যামেরুন বনাম ব্রাজিল
২ ডিসেম্বর- সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।