ভেনিজুয়েলার বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল

নেইমার, ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জয়ের দিনে ভেনিজুয়েলার বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১-১ ড্র করেছে সেলেসাওরা।

নেইমার, ভিনিসিয়ুস

শুরুতে নেওয়া লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি পাঁচ বারের বিশ্বকাপজয়ীরা। শেষ পর্যন্ত ভেনিজুয়েলার সঙ্গে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে নেইমারদের।

নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনদের মতো তারকায় ভরা দল নিয়ে কেবল আধিপত্যইটাই দেখিয়েছে ব্রাজিল, ফলাফলের খাতাটা দিন শেষে শূন্যই রয়ে যায় তাদের। ফিনিশিংয়ের অভাবে জয়বঞ্চিত থাকতে হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমোণের তুঙ্গে থাকা ব্রাজিল ম্যাচের দ্বিতীয় সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার।

নেইমারের পাস বাগে পেয়ে রিচার্লিসন ক্রস করেন গোলমুখে। ডি বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও প্রতিহত করে দেন সেই আক্রমণ।

প্রথমার্ধে এমন বেশ কিছু আক্রমণ চোখে পড়লেও গোলের দেখা মেলেনি সেলেসাওদের।

প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে দ্বিতীয়ার্ধের শুরুটা করে ব্রাজিল আক্রমণের গতি বাড়িয়ে। আর সেই সুবাদে ৫০ মিনিটের মাথায় ডেডলক ভেঙে নেইমারের কর্নার থেকে হেডে অধরা গোলটি বের করে আনতে সক্ষম হন গাব্রিয়েল।

‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে যে কারণে সরে দাঁড়ালেন মাহি

ম্যাচে ফিরতে মরিয়া ভেনেজুয়েলা ম্যাচের ৮৫ তম মিনিটে দেখে সফলতারত মুখ। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। আর তাতেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভেনেজুয়েলা।

সমতায় আসার পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাছাইপর্বে টানা দুইম্যাচ জেতা ব্রাজিলের। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।