বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। এত দিন তার ভক্তরা জানতেন তিনি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু হঠাৎ ব্রাজিল সাপোর্টার মেহজাবীনকে দেখা গেল এক ভিন্নরূপে।
ব্রাজিলিয়ানদের মন ভেঙে এ কী ছবি পোস্ট দিলেন মেহজাবীন? পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে ভিক্টোরির ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। হঠাৎ দল পরিবর্তন করায় আকাশ থেকে পড়েছেন ভক্তরা। নেটিজেনরা তাই সেই ছবির পোস্টে ভরিয়ে দিয়েছে কমেন্টেসের বন্যা।
ভক্তদের একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, তুমি না ব্রাজিল ছিলা? আবার কেউ লিখেছে, সুবিধাবাদী লোক। অনেক ভক্ত আবার জার্সি বদলের কারণও কমেন্টেসে জানিয়েছেন। লিখেছেন, আরে আদনান আল রাজীব ভাই ব্রাজিলের সাপোর্টার… এ জন্য মন রক্ষা করতে ব্রাজিলের জার্সিও পরছিল।
এমন পোস্টে নেটিজেনরা মনে করছেন, মেহজাবীন আসলে ব্রাজিলের সাপোর্টারই নন, তিনি আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু সেফ জোনে থাকার জন্য ভক্তদের বোকা বানিয়েছেন তিনি।
যেই সুপার সিক্সটিনে নিজের পছন্দের দল জায়গা করে নিয়েছে, ঠিক তখনই নিজের আসল চেহারা প্রকাশ করেছেন মেহজাবীন। তার এই রূপ বদলে আর্জেন্টিনা সাপোর্টাররা বেশ খুশিই হয়েছেন। তবে বেজায় চটেছেন ব্রাজিল দলের সমর্থকরা। এমন আচরণ অভিনেত্রীর কাছ থেকে মোটেও আশা করেননি ব্রাজিলিয়ানরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।