স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গিভানিলডো ভিয়েরা ডি সুজা, যিনি হাল্ক নামে পরিচিত। সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে তার এই বিয়ে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। হাল্কের নববিবাহিত স্ত্রী ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা, যিনি একজন চিকিৎসক, তার সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাতিজি। এই সম্পর্কের জেরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রোলের শিকার হয়েছেন হাল্ক। সান, ডেইলি মেইল
হাল্কের প্রথম স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর সঙ্গে ১২ বছরের বিবাহিত জীবন ছিল। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর, ২০২৩ সালের জানুয়ারিতে হাল্ক বিয়ে করেন ক্যামিলাকে। এই বিয়ে নিয়ে হাল্কের সাবেক শাশুড়ি ও ক্যামিলার ফুফু রেইসা অ্যাঞ্জেলা কড়া আপত্তি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রেইসা লিখেছেন, এই প্রতারণা মেনে নেয়া কঠিন। আমার মা বেঁচে থাকলে তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।
পরিবারের সদস্যদের সমালোচনা ছাড়াও, সামাজিক মাধ্যমে ট্রোলের মুখে পড়েছেন হাল্ক ও তার স্ত্রী ক্যামিলা। তাদের সম্মান রক্ষায় এবং অনলাইন ট্রোলিং বন্ধ করতে হাল্ক ও তার বিয়ের প্রডিউসার জায়েদার বারেতো ৩১ পৃষ্ঠার তথ্যপ্রমাণসহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মতপ্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন করে নতুন দম্পতির সম্মান ও খ্যাতিতে আঘাত হানা হয়েছে।
তাদের বিবাহোত্তর অভ্যর্থনা মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রাজিলের জোয়াও পেসোয়ার একটি বড় রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি জমকালো করতে ৫০০ পেশাদার কর্মী নিয়োজিত রয়েছেন। থাকবে বিশেষ খাবার, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোকসজ্জা। অনুষ্ঠানে উভয়পক্ষের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা আমন্ত্রিত।
হাল্ক এ বিষয়ে জানিয়েছেন, আমি সবসময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যারা আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনা ব্রাজিলের ফুটবল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ হাল্কের ব্যক্তিগত সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ তার এমন সম্পর্ককে নৈতিকতার প্রশ্নে তীব্র সমালোচনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।