জুমবাংলা ডেস্ক : জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের সমসূচি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলতি জুলাই মাসে রাজস্বখাতের ৯ম ও ১০ম গ্রেডের ৫টি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই শনিবার সকাল ১০টা হতে রাজধানীর ইডেন মহিলা কলেজে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এসিস্ট্যান্ট ডাইরেক্টর, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট প্রোগ্রামার, এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে রাজধানীর তেজগাঁওয়ে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি ও কেন্দ্রের তালিকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd-এ প্রকাশ করা হয়েছে এবং সকল প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।
পরীক্ষা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd এর ই-রিক্রুটমেন্ট সিস্টেম হতে নতুনভাবে ডাউনলোডপূর্বক প্রিন্ট করে এবং প্রবেশপত্রে উল্লিখিত শর্তসমূহ মেনে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে করণীয় সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন।
ইরানের পরমাণু স্থাপনায় হামলা, কী বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ
নিয়োগ পরীক্ষা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অংশগ্রহণমূলক হওয়ার বিষয়ে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষার হলভিত্তিক আসনব্যবস্থার অনুরোধ করেছেন সচিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।