বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবার পাঠাল শনির বলয়ের আলোকজ্জ্বল ছবি। যদিও ছবিগুলোকে ঘষেমেজে চূড়ান্ত রূপে নেওয়া এখনও বাকি, তা স্বত্বেও প্রাথমিক ‘র’ ছবিগুলো প্রকাশ করা হয়েছে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফিড ওয়েবসাইট’ নামের একটি আনফিশিয়াল সাইটে। টেলিস্কোপটি ‘নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ’ (এনআইস্পেক) যন্ত্র ব্যবহার করে এই পর্যবেক্ষণটি চালায়।
ফুটেজ থেকে অবাঞ্ছিত আলোকচ্ছটা পরিষ্কার করে রঙিন করা হলে কি দাঁড়াবে তা নিয়ে এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে, যেটুকু আভাস পাওয়া যাচ্ছে তাতে শ্বাসরুদ্ধকরের চেয়ে কম কিছু হবে না – বলছে সায়েন্স অ্যালার্ট ডটকম।
ফিডের ওয়েবসাইটে বেশ অনেকগুলো ছবি রয়েছে যাদের বেশিরভাগে একটি উজ্জ্বল আলোকপিণ্ড দেখা যাচ্ছে, অনেকটা যেন কোনো প্রতিফলন পৃষ্ঠের ওপর বসানো কোনো ফ্ল্যাসলাইট। তাদের মধ্যে কয়েকটা বিশেষভাবে চিহ্নিত করার মতো।
বিশেষ করে, একটিতে শনি গ্রহের কালো অবয়ব দেখা যাচ্ছে যা অবশ্য ছবিটিতে ব্যবহৃত ফিল্টারের কারণে। যদিও শনি গ্রহ এবং এর বলয় দুটোই ইনফ্রারেড ও কাছাকাছি ওয়েভলেংথে আলো ছড়ায়– তবে, ওয়েভলেংথ দুটোর বিস্তার আলাদা।
২০১০ সালে নাসা জানিয়েছিল, শনির বলয় দুই মাইক্রন দৈর্ঘ্যের তরঙ্গ প্রতিফলন ঘটায়। শনির বায়ুমণ্ডলের উপরের স্তরের ধোয়াশাও দুই এবং তিন মাইক্রন এককে সূর্যের আলো প্রতিফলিত করে।
ছবিগুলোতে দুটো লং ওয়েভলেংথ ফিল্টার ব্যবহার করা হয়েছে, যার ফলে দেখা যায় সমস্ত ঘুটঘুটে মহাকাশের পটভূমিতে জ্বলজ্বল করে জ্বলছে শনি গ্রহের বলয়।
এখনের ছবিগুলোতে যে আলোক বিন্দু দেখা যাচ্ছে সেগুলো অবাঞ্ছিত আলো এবং সন্দেহ নেই সেগুলো পরিষ্কার করলে চূড়ান্ত একটি রূপ পাওয়া যাবে।
পরবর্তী কিছু ছবিতে ছোট ওয়েভলেংথের ফিল্টার ব্যবহার করা হয়েছে। যেখানে শনির বলয় দৃশ্যমান, যা ছবিটির মাঝখানে একটি উজ্জ্বল ফ্লোরোসেন্ট বাতির মতো আলোকিত হয়ে আছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লেস্টারের মহাকাশবিজ্ঞানী লেইগ ফ্লেচার নেতৃত্বে একটি দল পর্যবেক্ষণটি চালায়। তারা বলছেন, এনআইআরস্পেক ডেটা ব্যবহার করে শনির উপগ্রহ ও বলয় সম্পর্কে সম্ভবত আরও বিস্তারিত জানা যাবে।
দলটি বলছে, শনিগ্রহের চারপাশে নতুন উপগ্রহ খুঁজে বের করতে এনআইআরস্পেক কার্যকর ভাবে ব্যবহার করা যাবে। সময়টি কাকতালীয়ভাবে উপযুক্তও বটে। এ বছরের শুরুতেই বৃহস্পতির কাছে সর্বাধিক উপগ্রহওয়ালা গ্রহের খেতাব হারায় শনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।