স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্সে দেখা গেছে ইতিবাচকতার ঝলক। বোলাররা দারুণভাবে চেপে ধরায় খুব বেশি বড় কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি নেদারল্যান্ডস। বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে ডাচরা।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালোভাবে করতে পারেনি ডাচরা। বাংলাদেশের বোলাররা চেপে ধরেন নেদারল্যান্ডসের ব্যাটারদের। দলের মাত্র ৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার ভিক্রমজিত সিং এবং ম্যাক্স ও’দাউদ। ভিক্রমজিতকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। অন্যদিকে ও’দাউদকে ফেরান শরিফুল ইসলাম।
এমন ক্রিজে এসেই কাউন্টার অ্যাটাক শুরু করেন তিনে নামা ওয়েসলি বারেসি। মারমুখি ব্যাটিংয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন তিনি। বেশ আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন বারেসি। তবে বেশি একটা বড় হয়নি বারেসির ইনিংস। ৪১ বলে ৪১ রান করে দলের ৬৩ রানের মাথায় কাটা পড়েছেন তিনি, ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। ঠিক পরের ওভারেই সাজঘরে ফিরেছেন কলিন আকারম্যান। ৩৩ বলে ১৫ রান করা আকারম্যানকে আউট করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে আরও একবার চাপে পড়ে যায় ডাচরা।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এক প্রান্তে আগলে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তিনি। মাঝে বাস ডি লিড তাকে কিছুক্ষণ সঙ্গ দেন। তবে বেশিক্ষণ টেকেননি ডি লিড। ৩২ বলে ১৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন দলীয় ১০৭ রানের মাথায়।
তবে এডওয়ার্ডসকে থামানোই যাচ্ছিল না। সাবলীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সাথে নিজেও চলে যাচ্ছিলেন ফিফটির খুব কাছে। টাইগার বোলারদের আঁটসাঁট বোলিং বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন এডওয়ার্ডস। সেই সাথে আরেক প্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট। মাঝে অবশ্য গোটা তিনেক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। জীবন পেয়ে যেন উইকেটে আরও বেশি থিতু হয়েছেন সিব্র্যান্ড এবং এডওয়ার্ডস।
শেষে ফিফটির দেখা পেয়েছে ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। এরপরেও ছুটতে থাকেন তিনি। ধীরে ধীরে বড় হতে থাকে সিব্র্যান্ড এবং এডওয়ার্ডসের জুটি। ডাচরাও দেখছিল চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন। তবে দলের ১৮৫ রানের মাথায় গিয়ে থামেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ডাচ অধিনায়ক। ষষ্ঠ উইকেটে সিব্র্যান্ড এবং এডওয়ার্ডস মিলে যোগ করেন ৭৮ রান। ডাচ অধিনায়ককে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ।
ঠিক তার পরের ওভারে সিব্র্যান্ডকেও ফিরিয়ে দিয়েছেন শেখ মেহেদী হাসান। এরপর বেশ ধুঁকে ধুঁকে এগিয়েছে ডাচদের ইনিংস। শেষ দিকে আবার ঝড় তোলেন লোগান ভ্যান বিক। ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। পুরো ৫০ ওভার খেলে ২২৯ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। ইনিংসের একদম শেষ বলে পল ভ্যান মিকেরেনকে আউট করেন শেখ মেহেদী।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এছাড়া ১টি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
বর্তমানে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসের অবস্থান ১০ নম্বরে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য দুই দলই তাই জিততে চাইবে এই ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।