বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জিরো মোটরসাইকেলের সঙ্গে জুটি বেধে বৈদ্যুতিক বাইক আনছে হিরো মটোকর্প। জ্বালানি চালিত বাইক থেকে এবার ইভি বাজারে দাপানোর প্রস্তুতি সারছে সংস্থাটি। ভারতে এই মুহূর্তে বৈদ্যুতিক বাইকের বাজারে দু চাকার সংখ্যা সেই ভাবে আসেনি যেমন জ্বালানি চালিত বাইকের বাজারে রয়েছে।
এই শূন্যস্থান ভরাট করতে বহু স্টার্ট-আপ সংস্থাই ময়দানে নেমেছে। তবে পরিচিত নাম যেমন হিরো, বাজাজ, হন্ডা, রয়্যাল এনফিল্ড এই সংস্থাগুলির যোগদান খুবই কম। আর জ্বালানি চালিত মোটরসাইকেলে তো সবথেকে বড় নাম হিরো মটোকর্প।
বৈদ্যুতিক দু চাকার ক্ষেত্রে এই মুহূর্তে স্কুটারের সংখ্যাই বেশি, যদিও বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে অবদান রয়েছে হিরো-এর। আথার এনার্জি যারা ই-স্কুটার বিক্রি করে ভারতে সেই সংস্থায় 35 শতাংশ স্টেক রয়েছে হিরো-এর। পাশাপাশি সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক বৈদ্যুতিক দু চাকা সংস্থা জিরো মোটরসাইকেলে বড় বিনিয়োগ করেছে প্রায় 491 কোটি টাকা।
সূত্রের খবর, এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েই বাজারে বৈদ্যুতিক মোটরবাইক আনতে চলেছে হিরো। ভারতে এই বাইকের লঞ্চ কার্যত নিশ্চিত বলে দাবি করা হয়েছে। উচ্চ পারফরম্যান্স মোটরসাইকেলগুলির মধ্যে পড়ে জিরো মোটরসাইকেল।
ভারতে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে তোড়জোড় শুরু করেছে হিরো। ঠিক কোন তারিখে লঞ্চ হবে তা জানা না গেলেও খুব শীঘ্রই যে এই বাইক লঞ্চ হবে তা এক প্রকার স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, ফাঁকা ময়দানের সুবিধা তুলতে চাইছে হিরো।
বৈদ্যুতিক বাইকের বাজারে স্টার্ট-আপ সংস্থাগুলি ছাড়া বড় কোনও নাম নেই। তাই এখন থেকেই নতুন বাইক লঞ্চ করলে ক্রেতাদের ধরে রাখতে পারবে তারা। এর অন্যতম একটি উদাহরণ Ultraviolette F77। এটি একটি দ্রুত গতির বৈদ্যুতিক মোটরবাইক। এই সংস্থায় বিনিয়োগ করেছে টিভিএস মোটর।
কম দামি বাইকের পাশাপাশি দামি বৈদ্যুতিক বাইকের বাজারেও ঝাঁপাতে চাইছে হিরো মটোকর্প। বর্তমানে সংস্থাটি তাদের ব্র্যান্ড নিউ Harley-Davidson X440 বাইক নিয়ে ব্যস্ত। মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে জুলাই মাসে এই বাইকটি লঞ্চ করেছে হিরো।
HD X440 নিয়েও ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বাইক-প্রেমীদের মধ্যে। কারণ এর আগে এত সস্তায় কখনও কোনও মোটরবাইক আনেনি হারলে-ডেভিডসন। যেহেতু ভারতে হিরো-এর নেটওয়ার্ক অন্যান্য সংস্থার থেকে বেশ শক্তিশালী তাই তার ফায়দা বৈদ্যুতিক মোটরসাইকেলের ক্ষেত্রেও নিতে চাইছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।