বৃষ্টির দিনে ফোন সঙ্গে থাকলে ভিজে যাওয়া প্রায়ই অনিবার্য। অনেকেই ভিজে যাওয়া ফোন নিয়ে আতঙ্কে পড়ে যান এবং তৎক্ষণাৎ কিছু ভুল পদক্ষেপ নিয়ে বসেন, যা ফোনের জন্য আরও ক্ষতিকর হতে পারে। বর্ষাকালে এমন বিপদে পড়লে কী করবেন আর কী একেবারেই করা যাবে না—জেনে নিন এখানে।
যা করবেন
১. দ্রুত বন্ধ করে দিন ফোনটি
ভেজা অবস্থায় ফোন অন রাখা মানেই শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বাড়ানো। সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিন।
২. কেসিং, কভার, সিম কার্ড খুলে ফেলুন
প্লাস্টিক বা সিলিকন কভার খুলে ফেলুন, সিম ও মেমোরি কার্ড বের করে আলাদা করে রাখুন। এতে পানি বের হওয়ার সুযোগ তৈরি হয়।
৩. পরিষ্কার, শুষ্ক কাপড় দিয়ে মোছার চেষ্টা করুন
মাইক্রোফাইবার বা তুলতুলে কাপড় দিয়ে আলতো করে ফোনের বাইরের অংশ ও পোর্ট গুলো মুছুন।
৪. খোলা জায়গায় বাতাসে শুকাতে দিন
ফোনের পোর্ট, স্পিকার, চার্জিং জ্যাক খোলা রেখে শুকনো জায়গায় রেখে দিন। চাইলে ফ্যানের নিচে রাখতে পারেন।
৫. সিলিকা জেলের প্যাকেটে রাখুন (চাল নয়)
অনেকে চালের মধ্যে ফোন রেখে শুকানোর চেষ্টা করেন, কিন্তু চাল ফোনে আটকে গিয়ে সমস্যা করতে পারে। এর বদলে সিলিকা জেল ব্যাগে (যা সাধারণত জুতোর বাক্স বা ইলেকট্রনিকসের প্যাকেটে থাকে) রাখলে ভালো ফল মেলে।
৬. পর্যাপ্ত সময় অপেক্ষা করুন (কমপক্ষে ২৪–৪৮ ঘণ্টা)
একবার ভিজে গেলে ফোন পুনরায় চালু করার আগে অন্তত এক দিন অপেক্ষা করা জরুরি। তাড়াহুড়া করলে ক্ষতি হতে পারে।
যা করবেন না
১. ফোন চালু করার চেষ্টা করবেন না
ভেতরে পানি থাকলে অন করার চেষ্টায় শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
২. চার্জে দেবেন না
ভেজা অবস্থায় চার্জার লাগানো খুবই বিপজ্জনক। এতে আগুন লাগার ঝুঁকিও থাকে।
৩. হেয়ার ড্রায়ার বা মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না
অনেকে তাপ প্রয়োগ করে ফোন শুকাতে চান, যা ফোনের ইলেকট্রনিক সার্কিট ও স্ক্রিনের ক্ষতি করতে পারে।
৪. ফোন না খুলে ভেতরে পানি ঢুকেছে এটা মনে করবেন না
অনেক সময় বাইরে শুকালেও ভেতরে আর্দ্রতা থেকে যায়। এক্সপার্ট বা সার্ভিস সেন্টারে না নিয়ে গেলে ভবিষ্যতে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
কখন টেকনিশিয়ানের কাছে যাবেন?
-৪৮ ঘণ্টা পরও ফোন চালু না হলে
-ফোন অন হলেও স্ক্রিন ব্ল্যাক, সাউন্ড নেই বা ফাংশন কাজ করছে না
-ক্যামেরায় কুয়াশা বা দাগ দেখা গেলে
বৃষ্টির দিনে ফোন ভিজে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে পারলে ফোনটিকে বাঁচানো সম্ভব। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত ফোনের চিরস্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।