কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতরে বৃষ্টি দেখতে ভালো লাগলেও এই সময় বাইরে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। আর স্মার্টফোনের কারণে সেটা যেন আরও বেড়ে যায়। কারম আপনার ফোন ওয়াটারপ্রুফ না হলে সামান্য পানির ছোঁয়াতেই ফোনের সংবেদনশীল যন্ত্রাংশে ক্ষতি হতে পারে। কিছু সহজ সতর্কতা মেনে চললে যেমন ফোনকে রক্ষা করা সম্ভব, তেমনি অজান্তে ভিজে গেলে সঠিক পদক্ষেপ নিলেই বড় ধরনের ক্ষতি এড়ানো যাবে।
বৃষ্টিতে ফোন বাঁচানোর সহজ টিপস
ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন: ফোনকে বৃষ্টির পানির হাত থেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো একটি ভালো মানের ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করা। ফোনের মডেল অনুযায়ী মানসম্মত কেস নিলে বৃষ্টির ফোঁটা বা ছিটে পড়া পানিতে ফোনের ভেতর আর্দ্রতা ঢোকার ঝুঁকি অনেকটাই কমে যায়।
জিপলক ব্যাগে রাখুন: ওয়াটারপ্রুফ কেস না থাকলে অস্থায়ী সমাধান হিসেবে একটি জিপলক ব্যাগও কার্যকর হতে পারে। ফোনটি ব্যাগের ভেতর সিল করে রাখলে হঠাৎ বৃষ্টিতেও কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। যদিও এটি ওয়াটারপ্রুফ কেসের মতো নির্ভরযোগ্য নয়, তবু জরুরি মুহূর্তে কাজে দেবে।
সরাসরি বৃষ্টির সংস্পর্শ এড়ান: যতটা সম্ভব ভারী বৃষ্টিতে বাইরে ফোন ব্যবহার না করাই ভালো। যদি দরকার হয়, ছাতার নিচে বা কোনো ছাউনি তলায় দাঁড়িয়ে ব্যবহার করুন। সরাসরি বৃষ্টির পানিতে ফোন ধরলে সংবেদনশীল অংশে সহজেই পানি ঢুকে যেতে পারে।
ভেজা হাতে ফোন ধরবেন না: হাত ভেজা থাকলে ফোন ফসকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আবার পানি সরাসরি ডিভাইসে পৌঁছাতে পারে। তাই ফোন ধরার আগে অবশ্যই হাত মুছে নিন বা শুকনো কাপড় ব্যবহার করুন।
ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ রাখুন: যদি বৃষ্টিপ্রবণ এলাকায় যাতায়াত বেশি হয়, তাহলে ফোনের জন্য আলাদা ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ রাখুন। বিশেষ সিল করা এই পাউচগুলো অতিরিক্ত সুরক্ষা দেয় এবং ভারী বৃষ্টিতেও ফোন শুকনো রাখতে সাহায্য করে।
ফোন ভিজে গেলে যা করবেন: সাবধান থাকার পরেও অনেক সময় ফোনে পানি লাগতে পারে। বিশেষ করে বৃষ্টির দিনে বাইরে গেলে এমন প্রায় হয়। তাই ফোনে পানি লাগলে সমাধানের জন্য যেসব পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা সেসব হলো:
তৎক্ষণাৎ ব্যবস্থা নিন: ফোন ভিজে গেছে বুঝতেই দেরি করবেন না। যত দ্রুত পানি থেকে সরিয়ে ফেলবেন, ততটাই ক্ষতি কম হবে।
ফোন বন্ধ করুন: ডিভাইস চালু থাকলে দ্রুত সুইচ অফ করুন। ভিজে থাকা অবস্থায় ফোন চালু রাখতে গেলে শর্ট সার্কিটের ঝুঁকি থাকে। ফোন চালু আছে কিনা পরীক্ষা করতেও যাবেন না।
সিম ও মেমোরি কার্ড খুলে রাখা: ফোনের কভার বা কেস খুলে ফেলুন। সিম ও মেমোরি কার্ড আলাদা করে শুকনো স্থানে রাখুন, যাতে পানি থেকে ক্ষতির সম্ভাবনা কমে।
অতিরিক্ত পানি মুছে নিন: নরম ও লিন্ট-মুক্ত কাপড় দিয়ে আলতোভাবে ফোনের গায়ে লেগে থাকা পানি মুছে নিন। চার্জিং পোর্ট, বাটন ও হেডফোন জ্যাকের দিকেও খেয়াল রাখুন। বেশি চাপ দিয়ে মুছবেন না, তাতে পানি ভেতরে ঢুকে যেতে পারে।
গরম বাতাস ব্যবহার করবেন না: হেয়ার ড্রায়ার, ওভেন বা মাইক্রোওভেন দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। এতে ফোনের ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আঠালো অংশ গলে যেতে পারে।
চাল বা সিলিকা জেলে রাখুন: ফোনটি একটি পাত্রে কাঁচা চাল বা সিলিকা জেল প্যাকেটে পুরোপুরি ডুবিয়ে রাখুন। এগুলো ফোনের ভেতরের আর্দ্রতা টেনে নেবে। অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা এভাবে রেখে দিন।
সার্ভিস: ডিভাইস শুকানোর পরও যদি কাজ না করে বা অস্বাভাবিক আচরণ করে, দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টার বা অভিজ্ঞ টেকনিশিয়ানের শরণাপন্ন হোন। নিজে থেকে কিছু করতে যাবেন না এতে করে ফোনের ক্ষতি হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।