খেলাধুলা ডেস্ক : ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামার নাম নিলো না। অনবড়ত ঝরঝর বৃষ্টি আর মেঘের ঘনঘটায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানো দূরের কথা টসটাও হতে পারেনি।
শেষ পর্যন্ত আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা অপেক্ষা করেন। কিন্তু বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
ম্যাচটি বৃষ্টির পেতে গেলেও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কেউ হারেনি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে উভয় দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।