আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সাত মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির এ অভিযানে যুক্তরাজ্য অস্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এমন সময়ে যুক্তরাজ্যের ভয়ংকর গোয়েন্দা মিশন প্রকাশ্যে এসেছে। বুধবার (৮ মে) ক্লাসিফাইড ইউকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর থেকে গাজায় ২০০ গোয়েন্দা মিশন পরিচালনা করেছে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্স (রাফ)। এরমধ্যে মার্চ মাসে সর্বোচ্চ সংখ্যক মিশন পরিচালনা করা হয়েছে।
ক্লাসিফাইড ইউকে এ অভিযানের একটি রূপরেখাও প্রণয়ন করেছে। গত তিন ডিসেম্বর থেকে এ অভিযান শুরু করে যুক্তরাজ্য। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হয়নি ব্রিটিশ সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ মাস ধরে প্রতিদিন অন্তত একটি করে ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাজ্য, যা এখনো চলমান রয়েছে। এরমধ্যে গত মার্চ মাসে ৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণের একমাত্র নিরাপদ শহর রাফা থেকে বিমান হামলা শুরু করেছে।
যুক্তরাজ্যের এসব গোয়েন্দা মিশনের তথ্য এমন সময় সামনে এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারির গুঞ্জন চলছে। এ ছাড়া আশঙ্কা করা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপসসহ ব্রিটিশ কর্মকর্তাদেরও গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি করা হতে পারে।
ব্যাংকের কাউন্টারে ঢুকে পড়ল আস্ত কুমির, ভয় না পেয়ে ছবি তুললেন কর্মী
গাজায় পরিচালিত যুক্তরাজ্যের এসব গোয়েন্দা মিসর সাইপ্রাসে থাকা ব্রিটিশ বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে। এসব গোয়েন্দা মিশন গাজার আকাশে প্রায় ছয় ঘণ্টার মতো সময় ধরে অবস্থান করেছে। এ ছাড়া এসব মিশন সব মিলিয়ে গাজায় ওপর নজরদারি চালিয়ে প্রায় এক হাজার ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেছে রয়েল এয়ার ফোর্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।