ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

cancer

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন । শুক্রবার (২২ মার্চ) দেওয়া এক ভিডিও বার্তায় কেট নিজেই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। তবে, এখন সুস্থ আছেন এবং চিকিৎসা চলছে বলেও বার্তায় জানিয়েছেন তিনি।

cancer

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

৪২ বছর বয়সী এই ব্রিটিশ রাজবধূ জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিলো। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিলো না। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

অবশ্য এর কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসেরও ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

ভিডিওতে কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

এক ভাই মরেছে গাড়িচাপায়, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া

ক্যানসারের খবরটি বেশ বড় ধাক্কা হয়ে এসেছে জানিয়ে তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বড় এক ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার, করছে। পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার, আমাদের এই কমবয়সী পরিবারের জন্য তাই করছি’।